ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫ | ২৪ আশ্বিন ১৪৩২
Logo
logo

ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে মরিচ গুঁড়া ছিটিয়ে দিলেন স্ত্রী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে মরিচ গুঁড়া ছিটিয়ে দিলেন স্ত্রী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

ভারতের রাজধানী দিল্লির মাদনগিরি এলাকায় ঘটেছে এক শিহরণ জাগানো ঘটনা। ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে ও মরিচ গুঁড়া ছিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় দিনেশ (২৮) নামের ওই স্বামী বর্তমানে সাফদারজং হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

পুলিশ জানায়, ঘটনাটি ঘটে ৩ অক্টোবর গভীর রাতে। দিনেশ একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করেন। ঘটনার সময় তাদের আট বছর বয়সী কন্যা সন্তানও ঘরে উপস্থিত ছিল।

হাসপাতালের শয্যাশায়ী অবস্থায় দিনেশ বলেন,

“রাতে কাজ শেষে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ শরীরে প্রচণ্ড জ্বালা অনুভব করি। দেখি, স্ত্রী আমার গায়ে ফুটন্ত তেল ঢালছে। এরপর ক্ষতস্থানে মরিচ গুঁড়া ছিটিয়ে দেয়। প্রতিবাদ করতেই হুমকি দেয়—‘শব্দ করলে আরও গরম তেল ঢেলে দেব।’”

তার আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। স্থানীয় বাসিন্দা অঞ্জলি জানান,

“দিনেশ দরজায় কড়া নাড়েন। ভেতরে ঢুকে দেখি তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন, আর তার স্ত্রী ঘরের কোণে লুকিয়ে আছে।”

অঞ্জলির বাবা তৎক্ষণাৎ একটি অটোরিকশা ডেকে দিনেশকে হাসপাতালে পাঠান। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য সাফদারজং হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে, তার শরীরের বড় অংশ দগ্ধ এবং অবস্থা “অত্যন্ত আশঙ্কাজনক।”

পুলিশ সূত্রে জানা গেছে, দিনেশ ও তার স্ত্রীর বিয়ে হয়েছে আট বছর আগে। দীর্ঘদিন ধরেই তাদের পারিবারিক কলহ চলছিল। প্রায় দুই বছর আগে স্ত্রী ‘ক্রাইম এগেইনস্ট উইমেন’ সেলে অভিযোগ করেছিলেন, তবে পরে আপসের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী পলাতক। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১১৮, ১২৪ ও ৩২৬ ধারায় মামলা করা হয়েছে। পুলিশ জানায়, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, “দুজনের মধ্যে ঝগড়া চলত জানতাম, কিন্তু এমন ভয়াবহ পরিণতি কেউ ভাবেনি।”