ঢাকা, শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫ | ২৪ আশ্বিন ১৪৩২
Logo
logo

মিরাজদের ব্যর্থতায় আফগানিস্তান জয়ী: ওয়ানডে সিরিজে বাংলাদেশের কপালে প্রথম ধাক্কা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

মিরাজদের ব্যর্থতায় আফগানিস্তান জয়ী: ওয়ানডে সিরিজে বাংলাদেশের কপালে প্রথম ধাক্কা

বর্তমান সময়ের ওয়ানডে ক্রিকেটে ৩০০-৩৫০ রান সাধারণ হলেও, ২২১ রানের পুঁজি বাংলাদেশকে বড় চ্যালেঞ্জে ফেলে। সহজ লক্ষ্য পেয়ে আফগানিস্তান কখনো পথ হারায়নি। রহমানউল্লাহ গুরবাজ এবং রহমত শাহের জোড়া ফিফটিতে তারা ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে। এর ফলে তিন ম্যাচের সিরিজের শুরুতেই বাংলাদেশের ভাগ্যে আসে হার।

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, কিন্তু ব্যাটাররা অধিনায়কের আস্থাকে ঠিকমতো রক্ষা করতে পারেননি।

প্রথম তিন ব্যাটার সাইফ হাসান (২৬), তানজিদ তামিম (১০) ও নাজমুল হোসেন শান্ত (২) মাত্র ৫৩ রানে আউট হন। এরপর চতুর্থ উইকেটে দারুণ জুটি গড়েন তাওহীদ হৃদয় ও অধিনায়ক মিরাজ, যোগ হয় ১০১ রান।

কিন্তু দলীয় ১৫৪ রানে হৃদয় (৫৬) রানআউট হওয়ার পর বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। শেষ ৭ উইকেট ৬৭ রানের মধ্যে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। রশিদ খানের বলে লেগ-বিফোরের ফাঁদে পড়ার আগে মিরাজ ৬০ রানের ইনিংস খেলেন। অবশেষে ৪৮.৫ ওভারে ২২১ রানে থামে বাংলাদেশ।

রান তাড়া:
রান তাড়া করতে নেমে রহমানউল্লাহ ও ইব্রাহিম জাদরান ওপেনিং জুটিতে ৫২ রান যোগ করেন। ইব্রাহিম ২৩ রানে স্টাম্পড হলে জুটি ভেঙে যায়। সেদিকউল্লাহ আতাল তৃতীয় ব্যাটার হিসেবে সুবিধা করতে পারেননি। তানজিদ তামিম তানজিম সাকিবের বলে ক্যাচ দিয়ে ফিরেন।

দুই উইকেট হারানোর পর চারে নামা রহমত শাহকে সঙ্গে নিয়ে রহমানউল্লাহ ৭৮ রানের জুটি গড়েন। দুজনে দ্রুত ফিফটি পূর্ণ করেন, কিন্তু দলীয় ১৩৬ রানে পরপর দুই ওভারে তারা সাজঘরে ফেরেন। ৩১তম ওভারে রহমত ৫০ রানে, পরের ওভারে রহমানউল্লাহও ৫০ রানে আউট হন।

তবে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি এবং অলরাউন্ডার আজমতউল্লাহ বুদ্ধিদীপ্ত ব্যাটিং দেখিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। পঞ্চম উইকেটে তারা ৫৯ রানের জুটি গড়ে। আজমতউল্লাহ ৪০ রান করে আউট হলেও, অধিনায়ক হাশমতউল্লাহ ৩৩ রানে অপরাজিত থাকেন এবং দলকে জয় নিশ্চিত করেন।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন পেসার তানজিম সাকিব, ৭ ওভারে ৩১ রান খরচায়।

আগামী ১১ অক্টোবর, একই মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিরিজ বাঁচানোর লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি হবে মিরাজের দল।