ঢাকা, শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫ | ২৫ আশ্বিন ১৪৩২
Logo
logo

হারের পরও আত্মবিশ্বাসী মিরাজ: “দুই ম্যাচ বাকি, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে নিশ্চয়ই”


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

হারের পরও আত্মবিশ্বাসী মিরাজ: “দুই ম্যাচ বাকি, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে নিশ্চয়ই”

অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে দলের সর্বোচ্চ ৬০ রানের ইনিংস, পরে বোলিংয়ে ১০ ওভারে মাত্র ৩২ রান খরচায় ১ উইকেট। তবুও ম্যাচ শেষে হাসি নেই অধিনায়কের মুখে। কারণ, হেরে গেছে তার দল।

পরাজয়ের হতাশা সত্ত্বেও সামনের দিকে তাকাচ্ছেন মিরাজ। তার মতে, পরের দুই ম্যাচ ভালো খেলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে।

ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ:
আবুধাবির প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। মিরাজ ৬০ এবং তাওহিদ হৃদয় ৫৬ ছাড়া কেউ উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে পারেননি। তাই দলের সংগ্রহ ২২১ রানেই থামে।

মাত্র ৫৩ রানে ৩ উইকেট হারানোর পর মিরাজ ও হৃদয় মিলে গড়েন ১০১ রানের জুটি। এর আগে ও পরে কোনো জুটি ৩০ রানের বেশি করতে পারেনি। ম্যাচ শেষে প্রেজেন্টেশনে মিরাজ বলেন, “বেশি জুটি গড়তে না পারার কারণেই হেরেছি আমরা।”

তিনি আরও জানান,
“আমরা প্রথম ১৫ ওভারের মধ্যে অনেক উইকেট হারিয়েছি। হ্যাঁ, উইকেট সহজ ছিল না, টার্ন করছিল। তখন তাওহিদ হৃদয় খুব ভালোভাবে সামলেছে। ইতিবাচক ক্রিকেট খেলেছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা তেমন জুটি গড়তে পারিনি। এখানেই সমস্যা।”

পরবর্তী ম্যাচ:
একই মাঠে আগামী শনিবার দ্বিতীয় ওয়ানডে, এরপর মঙ্গলবার সিরিজের শেষ ওয়ানডে। মিরাজের বিশ্বাস, ভালোভাবে ঘুরে দাঁড়াবে তার দল।
তিনি বলেন,
“আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। এক ম্যাচ গেছে, দুই ম্যাচ বাকি। আরও ভালোভাবে ফিরে আসার সুযোগ আছে। এই ম্যাচে কিছু ভুল হয়েছে, সেখান থেকে শিখব। ছেলেদের ওপর বিশ্বাস আছে, তারা পরের ম্যাচে ভালো করবে।”

টস ও লক্ষ্য:
টসে মিরাজ বলেছিলেন, ২৮০ রান করতে চান। পরে উইকেট দেখে মনে হয় ২৬০ রানের লক্ষ্যও যথেষ্ট। কিন্তু ২৬০ রানও করতে না পারায় হতাশ অধিনায়ক বলেন,
“এই উইকেটের তুলনায় ৪০ রান কম করেছি। যদি ২৬০ বা এর আশপাশে রান হতো, ভালো করতে পারতাম।”