এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৫, ০৪:১০ পিএম
মিস্টার বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসন কৌতুক অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করেছেন। পর্দায় তার উপস্থিতি মানেই মন খারাপ উধাও, আর এবার আনন্দের সঙ্গে ফিরছেন তিনি—এক পশলা হাসির ঝলক নিয়ে।
নেটফ্লিক্সে আসছে রোয়ান অ্যাটকিনসন অভিনীত ‘ম্যান ভার্সেস বেবি’ সিরিজের সিকুয়েল। চার পর্বের এই সিরিজে আগের মতোই ট্রেভর বিংলি চরিত্রে দেখা যাবে রোয়ান অ্যাটকিনসনকে। তবে এবার তার বড় চ্যালেঞ্জ দুই শিশু, যাদের সামলাতে গিয়ে পদে পদে পড়ে যাচ্ছেন মিস্টার বিনের মতোই নাজেহাল ট্রেভর!
দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৮ অক্টোবর) নেটফ্লিক্স প্রকাশ করেছে সিরিজের ফার্স্ট লুক। ফার্স্ট লুকে দেখা গেছে রোয়ান অ্যাটকিনসনকে বিভিন্ন মুহূর্তে শিশুদের সঙ্গে ঝামেলায় জড়াতে।
নেটফ্লিক্স জানিয়েছে, ক্রিসমাস উপলক্ষে ১১ ডিসেম্বর থেকে এই সিরিজ প্ল্যাটফর্মে দেখা যাবে। অভিনয়ের পাশাপাশি সিরিজটি লিখেছেন এবং নির্দেশনাও দিয়েছেন রোয়ান অ্যাটকিনসন, সঙ্গে রয়েছেন উইল ভেডিস।
সিরিজের কাহিনী অনুযায়ী, আগে বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করার সময় ট্রেভর বিংলির ভীষণ খারাপ অভিজ্ঞতা হয়েছিল। তাই সে ওই চাকরি ছেড়ে দিয়েছিল। আপাতত সে স্কুলে কেয়ারটেকারের চাকরি নিয়েছে এবং লোভনীয় বেতনের প্রস্তাব ছাড়া অন্য কোনো কাজ করবে না।
কয়েকদিন ধরে বিংলির মন ভালো থাকলেও, স্কুলের শেষ ক্লাসে সে নামপরিচয়হীন দুই শিশুকে স্কুলের আশপাশে খুঁজে পায়। কোনো অভিভাবক না থাকায় দায়িত্ব পড়ে তার ওপর। দুই শিশুকে সামলাতে গিয়ে বিংলি একের পর এক ঝামেলায় জড়ায়, আর তার ক্রিসমাসের ছুটি হয়ে যায় এক বিশাল সমস্যার।
মিস্টার বিনকে শেষ দেখা গিয়েছিল ২০২২ সালে নেটফ্লিক্সে ‘ম্যান ভার্সেস বি’ ৯ পর্বের কমেডি সিরিজে। সেখানে এক মৌমাছি ছিল বিংলির ঝামেলার মূল কেন্দ্রবিন্দু, আর বিশাল প্রাসাদে মৌমাছির সঙ্গে তার যুদ্ধের গল্প দর্শকদের কাছে যথেষ্ট আলোচিত হয়েছিল।