ঢাকা, শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫ | ২৪ আশ্বিন ১৪৩২
Logo
logo

মা হয়ে ছায়ার মতো পাশে থেকে কন্যার স্বপ্ন পূরণ করেছেন স্বস্তিকা মুখার্জি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৫, ০৬:১০ পিএম

মা হয়ে ছায়ার মতো পাশে থেকে কন্যার স্বপ্ন পূরণ করেছেন স্বস্তিকা মুখার্জি

ভারতীয় বাংলা সিনেমার আলোচিত নায়িকা স্বস্তিকা মুখার্জি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তার একমাত্র কন্যা অন্বেষা এখন শুধু পড়াশোনা শেষ করেনি, বরং ভালো একটি চাকরিও পেয়েছেন।

স্বস্তিকা লিখেছেন, “কত ছোট তখন আমরা মা-মেয়ে দুজন। আমি কাজের সূত্রে যেখানেই যেতাম, ছানার স্কুল ছুটি থাকলে সেও সঙ্গে যেত। মানি বড় হওয়ার পরও মনে হয় আমি ওকে ছাড়া কোথাও যাইনি। ওর প্রিয় জায়গা ছিল ইংল্যান্ড। সেখানে গেলে বলত, মা, আমি একদিন এখানে পড়াশোনা করব, তারপর চাকরি করব, তুমি তখন আমার কাছে আসবে।”

কন্যার সঙ্গে ঘুরে বেড়ানোর স্মৃতি তুলে ধরতে স্বস্তিকা বলেন, “আমাদের দুজনেরই মিউজিয়াম, ইউনিভার্সিটি, কলেজ ঘুরে দেখার শখ। আমরা শুধু সাইট সিইং করতাম না, স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলতাম, তারা কোথায় যায় সেটা খুঁজে বের করতাম। এমন অনেক জায়গা আবিষ্কার করেছি, যা ভাবার বাইরে। একদিন কলেজ পাড়ায় ঘুরে নিজেকে বলেছিলাম, দেশে ফিরে সন্তানের পড়াশোনায় আরও মন দিতে হবে।”

অন্বেষার সাফল্যের কথা উল্লেখ করে স্বস্তিকা বলেন, “মানি সাইকোলজিতে এম.এস.সি করেছে, কার্ডিফ থেকে লন্ডনে চলে গেছে। নিজের চেষ্টায় সফল হয়েছে, বিশ্বের বড় ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। মাসের পর মাস ইন্টারভিউ দিয়ে ফাইনালি নিজের পছন্দের চাকরি পেয়েছে ওর প্রাণের শহরে।”

কন্যার অর্জনে আনন্দিত স্বস্তিকা লিখেছেন, “সন্তান যে স্বপ্ন দেখে, সে স্বপ্নের দিকে এগিয়ে যেতে দেখলেই মা হিসেবে সব সুখ। ও আবেগপ্রবণ হয়ে ধন্যবাদ দিলে বলি, সব তুমি করেছো মা আমার। আমি শুধু পেছনে বটগাছের মতো ছায়া দিয়েছি। সন্তানদের স্বপ্নপূরণ হোক, তাদের জীবনে আলো থাক, আতশবাজি থাক, মায়েরা আশ্রয় হয়ে থাক।”

স্বস্তিকা ১৯৯৮ সালে রবীন্দ্র সংগীতশিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন। তাদের কন্যা অন্বেষা। কয়েক বছরের মধ্যে সংসারে ছন্দপতন ঘটে। দুধের শিশু কোলে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে আসেন স্বস্তিকা। এরপর সিঙ্গেল মাদার হিসেবে অন্বেষাকে বড় করেন এই নায়িকা; আজ কন্যা তার বেস্ট ফ্রেন্ড।