ঢাকা, শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫ | ২৪ আশ্বিন ১৪৩২
Logo
logo

৭ বছর পর খালেদা জিয়া শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৫, ০৬:১০ পিএম

৭ বছর পর খালেদা জিয়া শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন।

রাতে শেরেবাংলা নগর এলাকায় মাজারে গিয়ে খালেদা জিয়া জিয়ারত করেছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া গুলশানের বাসা থেকে মাজারে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। সেখানে তিনি কুরআন তিলাওয়াত করবেন।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি, কারাগারে যাওয়ার আগে খালেদা জিয়া শহীদ জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করেছিলেন। এ সময়ও কুরআন তিলাওয়াতসহ মর্যাদাপূর্ণভাবে মাজারে শ্রদ্ধা নিবেদন করেছিলেন।