ঢাকা, শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫ | ২৫ আশ্বিন ১৪৩২
Logo
logo

বিসিবি নিশ্চিত করছে, ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজন হবে সময়মতো, চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজি নির্বাচন শিগগির


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম

বিসিবি নিশ্চিত করছে, ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজন হবে সময়মতো, চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজি নির্বাচন শিগগির

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন নির্বাচিত পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বেশি আলোচনা হয়েছে বিপিএল নিয়ে। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ডিসেম্বর-জানুয়ারিতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই আসর আয়োজন করতে চায় বিসিবি। নতুন কমিটির সভা শেষে বিপিএলের সদস্য সচিবের দায়িত্ব পাওয়া ইফতেখার রহমান মিঠু এমনটাই জানিয়েছেন।

নতুন কমিটিতে বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধানের দায়িত্ব নিজের কাছেই রেখেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ডিসেম্বরে টুর্নামেন্ট শুরু করতে হলে সময় মাত্র দুই মাসের মতো। তবে এখনও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়নি, যার কারণে আয়োজন নিয়ে শঙ্কা রয়েছে।

বিপিএল আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজিকে। কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। তবে বিসিবির গ্রাউন্ডস কমিটির সদস্য রাহাত শামস জানিয়েছেন, বিপিএল নির্ধারিত সময়ে আয়োজনের জন্য চেষ্টার কোনো কমতি রাখবে না বিসিবি।

সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,
‘এবার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। বোর্ড ও কমিটিতে যারা আছেন, তাদের সকলেই সম্পূর্ণ সমর্থন দেবেন। বিপিএলের গভর্নিং কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং আমরা যতটা প্রয়োজন, সবাই মিলে সমর্থন দেব।’

গতবার তাড়াহুড়ো করে বিপিএল আয়োজন করতে গিয়ে বিসিবি ভজকটের মুখোমুখি হয়েছিল। ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে সমস্যা তৈরি হয়েছিল, অনেক ফ্র্যাঞ্চাইজি হোটেল ভাড়া দিতে ব্যর্থ হয়েছিল এবং ক্রিকেটারদের বকেয়া টাকা পরিশোধ করতে পারেনি।

রাহাত শামস আরও বলেন,
‘বিপিএল নিয়ে আলোচনার মূল বিষয়, টুর্নামেন্ট হবে। গভর্নিং বডি প্রেসিডেন্টের নেতৃত্বে গঠিত হয়েছে। তারা কাজগুলো যথাসময়ে সম্পন্ন করবেন এবং আমরা আমাদের অংশের সহায়তা দেব।’

বিসিবি আশা করছে, আগের বিতর্কগুলো ভুলে এবার সময়মতো এবং সফলভাবে বিপিএল আয়োজন সম্ভব হবে।