ঢাকা, শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫ | ২৫ আশ্বিন ১৪৩২
Logo
logo

নারী বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা আজ নিউ জিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ছে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম

নারী বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা আজ নিউ জিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ছে

এবারের নারী বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা মোটেও খারাপ হয়নি। পাকিস্তানকে হারিয়ে যাত্রা শুরু করার পর ইংল্যান্ডের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখিয়েছিল তারা। যদিও শেষ পর্যন্ত হিদার নাইটের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ, তবুও সেই হারের হতাশা ভুলে সামনে তাকাচ্ছে দল।

শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে নারী ওয়ানডে বিশ্বকাপে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সহ-অধিনায়ক নাহিদা আক্তার বলেন, “গত ম্যাচ অতীত হয়ে গেছে। আমরা চাইলে তা ফেরাতে পারব না। এখন আমাদের সামনের ম্যাচটাই গুরুত্বপূর্ণ। দলের সবাই কীভাবে ভালো ব্যাটিং ও বোলিং করতে পারে, সেটাই এখন পরিকল্পনার বিষয়।”

বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানের চ্যালেঞ্জিং স্কোর তুলেছিল সোবহানা মোস্তারির ফিফটি ও রাবেয়া খানের শেষ দিকে ৪৩ রানের ঝড়ো ইনিংসে। এক পর্যায়ে মাত্র ১০৩ রানে ৬ উইকেট হাতে রেখে জয় সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ।

নাহিদা বলেন, “গত ম্যাচে আমাদের বোলিং বিভাগ দুর্দান্ত খেলেছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। ব্যাটারদের কাছ থেকেও আরও ২-১ জন রান আশা করি। দলের বাকি সবাই ভালো করেছে, কিছু ভুল হয়নি, তবে যদি কয়েকজন আরও ভালো খেলত, স্কোর আরও বড় হতে পারত।”

নিউ জিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ ৪ ওয়ানডে খেলেছে, যার মধ্যে ২টি হেরেছে। টি-টোয়েন্টি ফরম্যাটে ৫ ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে তারা।

নাহিদা আরও বলেন, “বিশ্বকাপের প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং। সহজ কিছু হবে না। প্রতিটি ম্যাচে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে। গত ম্যাচের থেকে আরও ভালো খেলে এবার জয়ের আশা রাখছি। আমাদের বোলাররা আরেকটু ভালো করলে ম্যাচটি আমাদের পক্ষে যেতে পারত। তাই পরবর্তী ম্যাচে আরও ভালো বোলিং করতে ফোকাস থাকবে।”

বাংলাদেশের লক্ষ্য স্পষ্ট—নিউ জিল্যান্ডের বিপক্ষে শক্তিশালী লড়াই দেখানো এবং জয় ছিনিয়ে আনা।