এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম
যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে এক সামরিক বিস্ফোরক তৈরির কারখানা। ভয়ঙ্কর সেই বিস্ফোরণে কয়েকজন নিহত হয়েছেন এবং বহু মানুষ এখনো নিখোঁজ। উদ্ধারকাজে তৎপরতা চলছে, তবে একের পর এক বিস্ফোরণের কারণে উদ্ধারকর্মীদের কাজ কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টার দিকে টেনেসির হাম্প্রিজ কাউন্টির প্রত্যন্ত এলাকায় এই বিস্ফোরণ ঘটে। ন্যাশভিল শহর থেকে প্রায় ৫৬ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই কারখানার নাম ‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’। বিস্ফোরণের শব্দ শোনা গেছে কয়েক মাইল দূর থেকেও। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, কমপক্ষে ১৯ জন নিখোঁজ।
বিমান থেকে তোলা ভিডিওতে দেখা গেছে ধ্বংসস্তূপ, ভাঙা দেয়াল, দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি এবং কারখানার ভস্মীভূত অংশ। ভয়াবহ আগুনের লেলিহান শিখা এখনো নিভেনি।
ওয়েবসাইট অনুযায়ী, ‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’ মূলত সামরিক, মহাকাশ এবং অবকাঠামো ধ্বংসকাজে ব্যবহৃত বিস্ফোরক তৈরি করে। টেনেসির বাস্কনর্ট এলাকায় কোম্পানিটির সদরদপ্তর ১,৩০০ একর জায়গা জুড়ে, যেখানে রয়েছে ৮টি উৎপাদন ভবন ও একটি কোয়ালিটি ল্যাব।
প্রাথমিকভাবে উদ্ধারকর্মীরা বিস্ফোরণের পর ভবনের ভেতরে ঢুকতে পারেননি, কারণ সেখানে একের পর এক বিস্ফোরণ ঘটছিল। টেনেসির একটি স্থানীয় পত্রিকা জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। তবে নিহত বা নিখোঁজের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয়।
বিস্ফোরণের কারণও অজানা। এখনো বোঝা যায়নি সেখানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কি না কিংবা আরও বিস্ফোরণের ঝুঁকি আছে কি না।
অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক বিষয়ক মার্কিন সরকারি সংস্থার বিশেষ এজেন্টরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা বিস্ফোরণের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করছেন।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা এখনো আতঙ্কে রয়েছেন। অনেকেই জানিয়েছেন, বিস্ফোরণের মুহূর্তে তাদের ঘর-বাড়ি কেঁপে উঠেছিল এবং জানালার কাচ ভেঙে গিয়েছিল।
দুর্ঘটনার পর উদ্ধারকারী বাহিনীর পাশাপাশি চিকিৎসা দলও ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টেনেসির গভর্নর এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, নিহতদের পরিবারকে সহায়তা করা হবে এবং দ্রুত তদন্তের ফল প্রকাশ করা হবে।