এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি ছোট আকারের হালকা বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে তিনজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অস্ট্রেলিয়ার পুলিশের এক বিবৃতিতে বলা হয়, শনিবার (১১ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিমানটি উড্ডয়ন করে রাজধানী সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার (৫৩ মাইল) দক্ষিণে অবস্থিত শেলহারবার বিমানবন্দর থেকে। কিন্তু উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিমানটি মাটিতে আছড়ে পড়ে।
পুলিশ জানায়, ভূমিতে আঘাত করার সঙ্গে সঙ্গেই বিমানটিতে ভয়াবহ আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার অ্যান্ড রেসকিউ নিউ সাউথ ওয়েলসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বিমানে থাকা তিনজনের মৃত্যু হয়।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) প্রকাশিত আকাশ থেকে তোলা ছবিতে দেখা গেছে— রানওয়ের এক পাশে পড়ে আছে বিমানের পোড়া ধ্বংসাবশেষ, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধাতব অংশ ও যন্ত্রপাতি।
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে অপরাধ তদন্তের জন্য একটি ক্রাইম সিন গঠন করেছে। পাশাপাশি বিষয়টি তদন্তের জন্য অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উড্ডয়নের সময় কোনো প্রযুক্তিগত ত্রুটি বা ইঞ্জিন বিকল হওয়াই এর কারণ হতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয়রা শোকাহত। বিমানবন্দরের আশপাশের বাসিন্দারা জানিয়েছেন, তারা জোরে বিস্ফোরণের শব্দ শুনে ছুটে যান ঘটনাস্থলে, যেখানে আগুনের লেলিহান শিখায় বিমানটি পুড়ছিল।