ঢাকা, শনিবার, অক্টোবর ১১, ২০২৫ | ২৬ আশ্বিন ১৪৩২
Logo
logo

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর! মালয়েশিয়া বাড়ালো ট্রাভেল পাসের মেয়াদ ১২ মাসে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর! মালয়েশিয়া বাড়ালো ট্রাভেল পাসের মেয়াদ ১২ মাসে

বাংলাদেশিসহ সব বিদেশি বিনিয়োগকারীদের জন্য দারুণ সুখবর দিয়েছে মালয়েশিয়া সরকার। এখন থেকে বিশেষ মাল্টিপল-এন্ট্রি ইনভেস্টর ট্রাভেল পাসের মেয়াদ ছয় মাস থেকে বাড়িয়ে পুরো ১২ মাস করা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) মালয়েশিয়ার সংসদে ২০২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।

আনোয়ার ইব্রাহিম জানান, এখন থেকে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (MIDA) আর বিনিয়োগকারীদের আবেদন পাওয়ার অপেক্ষায় থাকবে না। বরং তারা নিজেরাই সক্রিয়ভাবে বিদেশি বিনিয়োগকারীদের কাছে গিয়ে এই ইনভেস্টর পাসের প্রস্তাব দেবে।

বিশেষ করে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স শিল্পে বহুজাতিক কোম্পানি এবং সম্ভাবনাময় বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও জানান, দক্ষ বিদেশি পেশাজীবীদের দ্রুত কাজের সুযোগ দিতে ‘রেসিডেন্স পাস–ট্যালেন্ট ফাস্ট ট্র্যাক স্কিম’ চালু থাকবে আগের মতোই।

এই স্কিমের আওতায় বিদেশি বিশেষজ্ঞরা তিন বছর পর্যন্ত এমপ্লয়মেন্ট পাস ছাড়াই মালয়েশিয়ায় কাজ করতে পারবেন। ফলে বিনিয়োগ ও কর্মসংস্থানে আরও গতি আসবে বলে আশা করছেন তিনি।

বিশ্লেষকদের মতে, মালয়েশিয়ার এই পদক্ষেপ দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য এটি খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার দ্বার।