ঢাকা, শনিবার, অক্টোবর ১১, ২০২৫ | ২৬ আশ্বিন ১৪৩২
Logo
logo

মালয়েশিয়ার শপিং মলে ৪০ মিনিট শৌচাগার বন্ধ, দরজা ভেঙে দেখা যায় চাঞ্চল্যকর দৃশ্য


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

মালয়েশিয়ার শপিং মলে ৪০ মিনিট শৌচাগার বন্ধ, দরজা ভেঙে দেখা যায় চাঞ্চল্যকর দৃশ্য

মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি জনপ্রিয় শপিং মলে ঘটে গেছে চাঞ্চল্যকর ঘটনা। প্রায় ৪০ মিনিট ধরে বন্ধ ছিল মলের একটি পাবলিক টয়লেট, বাইরে থেকে দেখা যাচ্ছিল দু’জোড়া পা—একটি পুরুষের, অন্যটি নারীর। সন্দেহজনক পরিস্থিতি লক্ষ্য করে নিরাপত্তাকর্মীরা দরজা ভেঙে ভিতরে ঢুকেন, যা দেখেন তাতে হতবাক সবাই।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, একটি ক্যাফেতে খেতে গিয়েছিলেন এক তরুণ-তরুণী। খাওয়া অসমাপ্ত রেখেই হঠাৎ দুজন একসঙ্গে শৌচাগারে ঢুকেন। দীর্ঘ সময় কেটে গেলেও তাঁরা বাইরে বের হননি। এদিকে শৌচাগারের বাইরে অপেক্ষমান গ্রাহকরা বিষয়টি নিয়ে কৌতূহলী হয়ে ওঠেন।

এক গ্রাহক নিচ থেকে উঁকি মেরে দেখেন দু’জনের পা নড়ছে। খবর দেওয়া হয় মলের নিরাপত্তাকর্মীদের। প্রথমে দরজায় নক করলেও কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়ে দরজা ভেঙে ফেলেন তারা। ভেতরে দেখা যায় যুগলটি একসঙ্গে জড়িয়ে আছে। উপস্থিত জনতা ও নিরাপত্তাকর্মীদের দেখে তারা বিব্রত হয়ে দ্রুত পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন এই ঘটনা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তবে কিছু সময় পর ভিডিওটি সরিয়ে নেওয়া হয়।

ক্যাফে কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন, “ঘটনায় জড়িত যুগলকে আমরা চিনি। ভবিষ্যতে যেন এমন অনাকাঙ্ক্ষিত আচরণ আর না ঘটে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ হাস্যরস করছেন, আবার অনেকে এমন প্রকাশ্য স্থানে অশোভন আচরণের তীব্র সমালোচনা করেছেন।