এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম
আইপিএল ভক্তদের জন্য বড় খবর! আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম। গত দুই বছর দুবাই ও জেদ্দায় নিলাম আয়োজনের পর এবার ফের ভারতে এই নিলাম হওয়ারই সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এখনো ভেন্যু নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই।
গতবার নিলাম হয়েছিল ১৯ ডিসেম্বর। কিন্তু এবার তারিখটা একটু এগিয়ে আসছে। খবর পাওয়া গেছে, ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যেই এই মেগা ইভেন্টটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দলকে তাদের খেলোয়াড়দের রিটেইন বা ছাড়ার তালিকা জমা দিতে হবে ১৫ নভেম্বরের মধ্যে।
বেশিরভাগ দলই তাদের মূল খেলোয়াড়দের ধরে রাখতে পারে বলে আশা করা হচ্ছে। তবে গতবারের পারফরম্যান্স বিবেচনায় চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসে কিছু বড় রদবদল হতে পারে। চেন্নাইয়ের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, যার ফলে দলটি এখন নিলামে ৯.৭৫ কোটি রুপি বেশি খরচ করার সুযোগ পাবে।
চেন্নাই দীপাক হুদা, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠি, স্যাম কারান এবং ডেভন কনওয়েকের মতো খেলোয়াড়দেরও ছাড়তে পারে। অন্যদিকে রাজস্থান রয়্যালসের সবচেয়ে বড় নাম সাঞ্জু স্যামসনও নিলামে উঠতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এই খবর এখনো নিশ্চিত নয়।
রাজস্থান তাদের দুই শ্রীলঙ্কান স্পিনার মাহিশ থিকশানা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গাকেও ছাড়ার কথা ভাবছে। তবে কুমার সাঙ্গাকারা প্রধান কোচ হিসেবে ফিরে আসায় তাদের মধ্যে একজনকে হয়তো রাখাও হতে পারে। এছাড়াও নাটারাজন, আকাশ দীপ, মায়াঙ্ক যাদব, মিচেল স্টার্ক এবং ডেভিড মিলারের মতো তারকারাও নতুন দল খুঁজতে পারেন।
বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রেটা একটু আলাদা। তিনি গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসে জেইক ফ্রেজার-ম্যাকগার্কের রিপ্লেসমেন্ট হিসেবে খেলেছিলেন। হওয়ায় দিল্লি তাকে রিটেইন করতে পারবে না। ফলে মুস্তাফিজকেও নিলামে নামতে হবে।
কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং ভেঙ্কটেশ আইয়ারকে ২৩.৭৫ কোটিতে কিনেছিল দলটি। এবার তাকে রাখবে নাকি ছাড়বে, সেটা এখনো স্পষ্ট না। তবে তাকে রাখলে নতুন খেলোয়াড় নেওয়ার জন্য বাজেটে চাপ পড়বে কলকাতার উপর। অন্যদিকে চোটে ভুগছেন এমন ক্যামেরন গ্রিনকে নিয়েও নিলামে জোর প্রতিদ্বন্দ্বিতা । সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের চোখ এখন এই নিলামের দিকেই!