এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫, ০৬:১০ পিএম
নিজের ভাবমূর্তি ও কাজ রক্ষা করতে এবার আদালতের দ্বারস্থ হয়েছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা সুনীল শেঠি। তার দাবি, বিভিন্ন ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি বিকৃতভাবে ব্যবহার করা হচ্ছে এবং ভুল উদ্দেশ্যে ছড়িয়ে পড়েছে।
সুনীলের অভিযোগ, কোনও বৈধ অনুমতি ছাড়া তার ছবি বিভিন্ন ব্যবসায়িক প্রচারণা এবং বিজ্ঞাপনে ব্যবহৃত হচ্ছে।
বোম্বে হাই কোর্টে তিনি আবেদন করেছেন, যাতে অবিলম্বে ওই ওয়েবসাইটগুলোর বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়া হয় এবং তার ছবি সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
বোম্বে হাই কোর্টের বিচারপতি আরিফ ডক্টর শুক্রবার সুনীলের আইনজীবী বীরেন্দ্র সরাফের আবেদন শুনেছেন। আইনজীবী জানান, অভিনেতা এবং তার পরিবারের ভুয়া ও বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
আইনজীবী আরও বলেন, সুনীলের অনুমতি ছাড়া অনেকেই এই ছবি ব্যবহার করে উপার্জন করছেন। এমনকি, একটি বহুতল নির্মাণ সংস্থা ও একটি জুয়ার বিজ্ঞাপনে তার ছবি ব্যবহারের অভিযোগও এসেছে।
উল্লেখ্য, এর আগে একই কারণে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তাদের ছবিও অনুমতি ছাড়া বিভিন্ন ওয়েবসাইটে বিকৃতভাবে ব্যবহৃত হচ্ছিল। আদালত তাদের পক্ষেই রায় দিয়েছিল, যাতে কোনো ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম তাদের ছবি ব্যবহার করতে না পারে।
এখন দেখার, সুনীল শেঠির আবেদনের পর আদালত কী পদক্ষেপ গ্রহণ করে এবং তার ছবি নিরাপদ হয় কি না।