ঢাকা, রবিবার, অক্টোবর ১২, ২০২৫ | ২৬ আশ্বিন ১৪৩২
Logo
logo

‘ডিরেক্টর কখনো আর্টিস্ট তৈরি করতে পারে না’– যাহের আলভীর সরাসরি বার্তা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ অক্টোবর, ২০২৫, ০৬:১০ পিএম

‘ডিরেক্টর কখনো আর্টিস্ট তৈরি করতে পারে না’– যাহের আলভীর সরাসরি বার্তা

গায়ক হওয়ার স্বপ্ন নিয়ে বিনোদন জগতে প্রবেশ করেছিলেন যাহের আলভী, কিন্তু পরবর্তীতে অভিনয়েই খুঁজে পান নিজের আসল পরিচয়। ছোট পর্দায় একের পর এক নাটকে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন তিনি।

বিগত কয়েক বছরে যেসব অভিনেতা-অভিনেত্রীদের নাটক ইউটিউবে মিলিয়ন ভিউ পেরেছে, তাদের মধ্যে যাহের আলভী অন্যতম। এই অভিনেতার তিন শতাধিক নাটক ইউটিউবে মিলিয়ন ভিউ পেরিয়েছে। শুধু অভিনয়েই নয়, প্রযোজনাতেও নাম লিখিয়েছেন তিনি। কিং প্রোডাকশনসের ব্যানারে প্রযোজনা করেছেন বেশ কিছু নাটক।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও যাহের আলভী যথেষ্ট সরব। ১১ অক্টোবর তিনি একটি পোস্ট দিয়ে ডিরেক্টরদের ভুল ধারণা নিয়ে সরাসরি বক্তব্য রাখেন।

তিনি লিখেছেন,
“কিছু ডিরেক্টরের ভুল ধারণা স্পষ্ট করতে চাই। ডিরেক্টর কখনো, কোনদিন আর্টিস্ট তৈরি করতে পারে না। যদি পারতো, তাহলে পৃথিবীতে আরো ৫০০ শাহরুখ খান, ৫০০ টম ক্রুজ, ৫০০ আল পাচিনো বা ডেপ, অথবা ৫০০ মোশাররফ করিম বা শাকিব খান থাকতো।”

এই বক্তব্যে যাহের আলভী স্পষ্ট করে দিয়েছেন যে, একজন শিল্পীর প্রতিভা, পরিশ্রম এবং নিজস্ব যোগ্যতাই তাকে সফল করে, শুধুমাত্র ডিরেক্টরের হাতে সবকিছু নির্ভর করে না।