এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫, ০৭:১০ পিএম

রাশিয়ার পাসপোর্ট রাখার অভিযোগে ইউক্রেনের ওডেসা শহরের মেয়র হেন্নাদি ত্রুখানভের ইউক্রেনীয় নাগরিকত্ব বাতিল করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর ফলে ত্রুখানভকে দেশ থেকে নির্বাসিত করা হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত ইউক্রেনের বৃহত্তম বন্দরনগরী ওডেসার প্রশাসন পরিচালনায় ইতোমধ্যেই সামরিক প্রশাসন নিয়োগ দিয়েছেন জেলেনস্কি। প্রায় ১০ লাখ মানুষের এই শহরে রুশ প্রভাব নিয়ে অনেক দিন ধরেই উদ্বেগ ছিল সরকারের।
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ (SBU) এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্টের স্বাক্ষরিত ডিক্রির মাধ্যমে ওডেসার মেয়রের নাগরিকত্ব স্থগিত করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ত্রুখানভ ‘আগ্রাসী রাষ্ট্র’ রাশিয়ার বৈধ আন্তর্জাতিক পাসপোর্ট বহন করছিলেন।
ইউক্রেনের আইনে ২০২২ সালে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের পর থেকে রুশ নাগরিকত্ব রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই এই অভিযোগ প্রমাণিত হলে ত্রুখানভের দেশত্যাগ বা নির্বাসনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
জেলেনস্কি এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানান, এসবিইউ প্রধানের সঙ্গে বৈঠকের পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠকে সীমান্ত ও দক্ষিণাঞ্চলে রুশ গুপ্তচর ও সহযোগীদের কার্যক্রম দমন নিয়ে আলোচনা হয়। প্রেসিডেন্ট লিখেছেন,
“এসবিইউ প্রধান নিশ্চিত করেছেন—কিছু ব্যক্তির রাশিয়ান নাগরিকত্ব রয়েছে। তাদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাই আমি ডিক্রিতে স্বাক্ষর করেছি।”
জেলেনস্কি আরও বলেন, “ওডেসার নিরাপত্তা নিয়ে অনেক দিন ধরেই উদ্বেগ ছিল, যার সমাধান এখন প্রয়োজন।”
তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ২০১৪ সাল থেকে মেয়র হিসেবে দায়িত্ব পালনকারী ত্রুখানভ। টেলিগ্রামে এক ভিডিও বার্তায় তিনি বলেন,
“আমি কখনও রাশিয়ান পাসপোর্ট পাইনি। আমি ইউক্রেনের নাগরিক এবং যতদিন সম্ভব নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাব।”
তিনি জানান, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আদালতে মামলা করবেন।
এদিকে, ইউক্রেনের সামাজিক মাধ্যমে ত্রুখানভের রুশ পাসপোর্টের ছবি ভাইরাল হয়েছে। যদিও তিনি একসময় রাশিয়াপন্থি রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর তিনি প্রকাশ্যে মস্কোর সমালোচনায় মুখর হন এবং ইউক্রেনীয় সেনাবাহিনীকে সমর্থন দেন।
রয়টার্সের খবরে বলা হয়, জেলেনস্কি আরও দুইজনের নাগরিকত্ব বাতিল করেছেন—রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও ব্যালে নৃত্যশিল্পী সের্গেই পোলুনিন, এবং সাবেক ইউক্রেনীয় রাজনীতিক ওলেগ স্যারিওভ।