এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫, ১০:১০ পিএম

গাজায় চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলবে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
মঙ্গলবার পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, মার্কিন সমর্থিত শান্তিচুক্তি সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা মামলাটি চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প বজায় রেখেছে।
তিনি আরও বলেন, “যে শান্তিচুক্তি হয়েছে, আমরা তা স্বাগত জানাই। তবে আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলার ওপর এটি কোনো প্রভাব ফেলবে না।”
রামাফোসা উল্লেখ করেন, “মামলাটি এখন এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে ইসরায়েলকে আদালতে দাখিল করতে হবে আমাদের আবেদনের জবাব, যা তাদের আগামী বছরের জানুয়ারির মধ্যে করতে হবে।”
২০২৩ সালের ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে মামলা দায়ের করে। দেশটি ২০২৪ সালের অক্টোবর মাসে ৫০০ পৃষ্ঠার বিস্তারিত তথ্য আন্তর্জাতিক আদালতে জমা দেয়।
মামলায় ইসরায়েল পাল্টা যুক্তি জমা দেবে ২০২৬ সালের ১২ জানুয়ারি, এবং মৌখিক শুনানি ২০২৭ সালে অনুষ্ঠিত হতে পারে। চূড়ান্ত রায় আশা করা হচ্ছে ২০২৭ সালের শেষের দিকে বা ২০২৮ সালের শুরুতে।
আইসিজে ইতিমধ্যেই তিনটি অস্থায়ী ব্যবস্থা জারি করেছে, যেখানে ইসরায়েলকে গণহত্যা বন্ধ করতে এবং গাজায় মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ইসরায়েল মূলত তা মেনে চলতে ব্যর্থ হয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যা যুদ্ধে গাজায় ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
South Africa Israel genocide case, ICJ Gaza trial, Israel war crimes, Gaza conflict 2023, international law Israel, ICJ ongoing case, South Africa statement on Israel, Gaza