এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫, ০৬:১০ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাঙ্গেরিতে মুখোমুখি আলোচনার জন্য সম্মত হয়েছেন। বৃহস্পতিবার এই বিষয়ে দুই নেতার মধ্যে ফোনালাপ হয়েছে, যা বিবিসি নিশ্চিত করেছে।
ট্রাম্প ফোনালাপকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, ওয়াশিংটন ও মস্কোর কর্মকর্তারা আগামী সপ্তাহে বৈঠকে মিলিত হবেন। তবে বৈঠকের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। ক্রেমলিন জানিয়েছে, ফোনালাপ “অত্যন্ত স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য” হওয়ায় শীর্ষ সম্মেলনের কাজ অবিলম্বে শুরু হবে।
এই ফোনালাপ হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হোয়াইট হাউস সফরের ঠিক একদিন আগে। আলোচনার সময় মূল বিষয় ছিল, ট্রাম্প ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করবেন কি না।
ট্রাম্প ফোনালাপের পর ত্রুথ সোশ্যালে জানিয়েছেন, তিনি ও পুতিন “ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছেন।” তিনি আরও জানান, দুই দেশের উচ্চ পর্যায়ের উপদেষ্টা আগামী সপ্তাহে একটি অনির্দিষ্ট স্থানে মিলিত হবেন, যেখানে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
যখন পুতিনের সঙ্গে ফোনালাপে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়, ট্রাম্প বলেন, “আমরা টমাহকসের মার্কিন মজুদ কমাতে পারি না। এগুলো আমাদেরও প্রয়োজন, তাই এ বিষয়ে আমরা কী করতে পারি জানি না।”
এর আগে আগস্টে আলাস্কায় ট্রাম্প ও পুতিন মুখোমুখি বৈঠক করেছিলেন। ওই বৈঠকে শান্তি চুক্তিতে কোনো নির্দিষ্ট অগ্রগতি আনা সম্ভব হয়নি, যার পর থেকে ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের প্রতি আরো কঠোর অবস্থান নিয়েছেন।