ঢাকা, বুধবার, এপ্রিল ১৭, ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১
Logo
logo

জনসংখ্যা বিল পাস হলে আমরা ‘বিশ্বগুরু’হতে পারব : রবি কিষাণ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২২, ০৩:০৭ পিএম

জনসংখ্যা বিল পাস হলে আমরা ‘বিশ্বগুরু’হতে পারব : রবি কিষাণ

জনসংখ্যা বিল পাস হলে আমরা ‘বিশ্বগুরু’হতে পারব : রবি কিষাণ

ভারতে বিজেপি এমপি রবি কিষাণ বলেছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল আনা হলেই আমরা ‘বিশ্বগুরু’হতে পারব। জনসংখ্যা নিয়ন্ত্রণে আনা খুবই জরুরি। তিনি আজ (শুক্রবার) ওই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘এটি উন্নয়নের বিল। যেদিন এটি পাস হবে, জাতি বিশ্বগুরু হওয়ার দিকে এগিয়ে যাবে। আমি এই বিলটিকে শুধুমাত্র উন্নয়নের দিক থেকে দেখি, জাত বা ধর্মের দিক থেকে নয়।’ 

রবি কিষান, বলেন ‘যেভাবে জন্সংখ্যা বাড়ছে, আমরা জনবিস্ফোরণের দিকে এগোচ্ছি। আমি বিরোধীদের অনুরোধ করছি, আমাকে বিল পেশ করতে দিন এবং শুনুন কেন আমি এই বিল আনতে চাই।’  

অন্যদিকে, আজ সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘আমরা পাঁচ দিন ধরে জনগণের বিভিন্ন সমস্যা হাউসের সামনে রাখার চেষ্টা করছি। অত্যন্ত বিনয়ের সাথে, আমরা আবেদন করি যে আমরা আর কিছু চাই না, বিধি ২৬৭-এর অধীনে আলোচনা করা হোক।’

এ বিষয়ে ডেপুটি চেয়ারম্যান বলেন, চেয়ারম্যান যে রুল দিয়েছেন, আমি তা হতে দিতে পারি না। এরপর দুপুর আড়াইটা পর্যন্ত রাজ্যসভার কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়।  

সংসদে আম আদমি পার্টির (‘আপ’) এমপি রাঘব চাড্ডা জিজ্ঞাসা করেছিলেন, গত ৬ বছরে পেট্রোল এবং ডিজেলের উপর আবগারি শুল্কের মাধ্যমে সরকার কত টাকা আয় করেছে?   

সরকার পক্ষ থেকে ওই বিষয়ে লিখিত উত্তর প্রদান করে জানানো হয় ভারত সরকার গত ৬ বছরে ১৬ লাখ কোটি টাকারও বেশি আবগারি শুল্ক আয় করেছে।

আপ এমপি বলেন, ভারতের অনেক রাজ্যের বাজেট একত্রিত করলেও সম্ভবত ১৬ লাখ কোটি টাকার অঙ্ক অতিক্রম করবে না। এটা যদি লুট না হয়, এটাকে আপনারা কী বলবেন? সরকার এটা নিয়ে কী করল?  বড় শিল্পপতিদের ঋণ শোধ করে সাধারণ মানুষ ও গরিবদের লুটপাট করতে তারা আমাদের টাকা ব্যবহার করেছে বলেও মন্তব্য করেন ‘আপ’  এমপি রাঘব চাড্ডা।

আজ বেলা ১১ টায় লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম শুরু হওয়ার পর বিভিন্ন ইস্যুতে বিরোধী এমপিরা হট্টগোল শুরু করলে কিছুক্ষণের মধ্যেই বেলা ১২ টা পর্যন্ত উভ্য সভা মুলতুবি হয়ে যায়। পরবর্তীতে লোকসভা ও রাজ্যসভা পুনরায় মুলতুবি হয়ে যায়। বেলা ২টার পরে অধিবেশন পুনরায় শুরু হয় এবং পরবর্তীতে আগামী সোমবার পর্যন্ত তা মুলতুবি হয়ে যায়।খবর  পার্সটুডে/ এনবিএস/২০২২/একে