এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫, ০৬:১০ পিএম

নিউজিল্যান্ড এবার বিদেশি বিনিয়োগকারীদের জন্য খুলে দিয়েছে এক নতুন দিগন্ত! দেশটি এমন একটি নতুন কর্ম ভিসা চালু করছে, যা শুধু ব্যবসায়িক বিনিয়োগের সুযোগই নয়, বরং পুরো পরিবারসহ স্থায়ীভাবে বসবাসেরও রাস্তা খুলে দিচ্ছে।
এই ভিসার আওতায় আবেদনকারীরা তাদের জীবনসঙ্গী ও নির্ভরশীল সন্তানদের নিউজিল্যান্ডে নিয়ে যেতে পারবেন। একবার দেশটিতে প্রবেশের অনুমতি পেলে পুনরায় আবেদন ছাড়াই চার বছর পর্যন্ত পরিবারসহ বৈধভাবে সেখানে থাকা যাবে। আর যদি নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করা যায়, তাহলে অপেক্ষা করছে স্থায়ী নাগরিক হওয়ার সুযোগও।
দুটি বিনিয়োগ বিকল্পে স্থায়ী হওয়ার সুযোগ
নিউজিল্যান্ড সরকার এই ভিসার জন্য দুটি আলাদা বিকল্প দিয়েছে।
প্রথমটি হলো—দেশটিতে কমপক্ষে ১ মিলিয়ন নিউজিল্যান্ড ডলার বিনিয়োগ করা। এতে পাওয়া যাবে তিন বছরের কর্ম ভিসা, এরপর স্থায়ী বসবাসের আবেদন করা যাবে।
দ্বিতীয় বিকল্পে ২ মিলিয়ন ডলার বিনিয়োগ করলে মাত্র ১২ মাস পরই স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করা যাবে।
তবে এর জন্য কিছু শর্ত মানতেই হবে। আবেদনকারীর বিনিয়োগ অবশ্যই কমপক্ষে পাঁচ বছর ধরে পরিচালিত একটি ব্যবসায় হতে হবে। পাশাপাশি থাকতে হবে ৫০০,০০০ ডলার রিজার্ভ তহবিল।
ব্যবসায়িক অভিজ্ঞতা ও যোগ্যতার শর্ত
ভিসার আবেদনকারীদের অবশ্যই অভিজ্ঞ উদ্যোক্তা হতে হবে। যেমন—পাঁচ বা তার বেশি ফুলটাইম কর্মচারীসহ কোম্পানির মালিক হওয়া, কিংবা বছরে অন্তত ১ মিলিয়ন ডলার আয় করা।
এছাড়া বয়স হতে হবে ৫৫ বছরের নিচে, থাকতে হবে ইংরেজি ভাষায় দক্ষতা, এবং স্বাস্থ্য ও চরিত্র পরীক্ষায় উত্তীর্ণতা।
যে ব্যবসায় বিনিয়োগে অনুমতি নেই
সব ধরনের ব্যবসায় বিনিয়োগের সুযোগ থাকছে না। নিউজিল্যান্ড সরকার স্পষ্ট জানিয়েছে, ছাড়ের দোকান, ড্রপ-শিপিং, ফাস্ট ফুড আউটলেট, জুয়া, তামাক ও ভ্যাপিং, প্রাপ্তবয়স্ক বিনোদন, গৃহ-ভিত্তিক ব্যবসা, ফ্র্যাঞ্চাইজড ব্যবসা এবং অভিবাসন পরামর্শ সেবা—এই খাতে বিনিয়োগকারীদের অযোগ্য বিবেচনা করা হবে।
স্থায়ী বসবাসের পথে শেষ ধাপ
নির্ধারিত সময় ধরে ব্যবসা পরিচালনার পর বিনিয়োগকারীরা বিজনেস ইনভেস্টর রেসিডেন্স ভিসার জন্য আবেদন করতে পারবেন। এজন্য তাদের ব্যবসার মালিকানা বজায় রাখতে হবে, অন্তত পাঁচটি ফুলটাইম চাকরির সুযোগ তৈরি করতে হবে, নিউজিল্যান্ডের নাগরিকদের জন্য নতুন পদ সৃষ্টি করতে হবে, ব্যবসাকে লাভজনক রাখতে হবে এবং প্রতি বছর অন্তত ১৮৪ দিন দেশটিতে অবস্থান করতে হবে।
নতুন উদ্যোগের উদ্দেশ্য
নিউজিল্যান্ড সরকারের এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো—অভিজ্ঞ বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করা, যারা শুধু নিজের ব্যবসাই নয়, দেশটির অর্থনীতিকেও এগিয়ে নিতে সহায়তা করবেন। একই সঙ্গে পরিবারসহ স্থায়ীভাবে বসবাসের আইনি সুবিধা দিয়ে তাদের দীর্ঘমেয়াদি সম্পৃক্ততা নিশ্চিত করাই এই ভিসা প্রোগ্রামের উদ্দেশ্য।