ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫ | ১৩ কার্তিক ১৪৩২
Logo
logo

এক সপ্তাহেই ইউক্রেনে রুশ সেনার দখলে ১০ এলাকা, বিধ্বস্ত শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৫, ০৬:১০ পিএম

এক সপ্তাহেই ইউক্রেনে রুশ সেনার দখলে ১০ এলাকা, বিধ্বস্ত শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র

ইউক্রেনে রুশ বাহিনীর অগ্রযাত্রা আবারও গতি পেয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইউক্রেনের নতুন ১০টি লোকালয় বা বসতির দখল নিয়েছে রাশিয়ার সেনারা। বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার ২৪ অক্টোবর এক সরকারি বিবৃতিতে জানানো হয়, ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর—এই সাত দিনে ইউক্রেনের দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ ও জাপোরিজ্জিয়া প্রদেশের বিভিন্ন এলাকায় দখল নিয়েছে রুশ বাহিনী।

এসময় ইউক্রেনীয় বাহিনীর ২২টি সামরিক অস্ত্রাগার ও সরঞ্জামের ডিপো ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছে মস্কো।

বিবৃতিতে আরও জানানো হয়, গত এক সপ্তাহে ইউক্রেনীয় বাহিনী কয়েক দফায় রুশ সেনাদের ওপর বিমান হামলার চেষ্টা চালায়। তবে প্রতিবারই রুশ প্রতিরক্ষা ব্যবস্থা সেসব হামলা সফলভাবে প্রতিহত করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ১৭ থেকে ২৪ অক্টোবরের মধ্যে ইউক্রেন একটি এসইউ-২৭ যুদ্ধবিমান, চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ১৮টি গাইডেড এভিয়েশন বোমা, ১৫টি হিমার্স রকেট এবং ১ হাজার ৪৪১টি ড্রোন হারিয়েছে।

এদিকে, ইউক্রেনে চলমান যুদ্ধ আরও তীব্র হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিদিনই দুই পক্ষই একে অপরের ক্ষয়ক্ষতির দাবি করছে। যদিও স্বাধীন কোনো সূত্র থেকে এসব তথ্য যাচাই করা সম্ভব হয়নি।