ঢাকা, রবিবার, অক্টোবর ২৬, ২০২৫ | ১১ কার্তিক ১৪৩২
Logo
logo

যুদ্ধ থামতে চলেছে! পুতিন-ট্রাম্প বৈঠক বাতিল নয়, রাশিয়ার চমকদাবি ঘোষণা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৫, ০৬:১০ পিএম

যুদ্ধ থামতে চলেছে! পুতিন-ট্রাম্প বৈঠক বাতিল নয়, রাশিয়ার চমকদাবি ঘোষণা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন শীর্ষ উপদেষ্টা একটি বড় ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করতে একটি কূটনৈতিক চুক্তি নিয়ে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেন ‘খুব কাছাকাছি’ পৌঁছে গেছে।

পুতিনের এই উপদেষ্টা কিরিল দিমিত্রিয়েভ ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠক করতে যাওয়ার পর সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে এই আশাবাদ ব্যক্ত করেন।

দিমিত্রিয়েভের গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য:

তিনি স্পষ্ট করে বলেন, প্রেসিডেন্ট পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে বৈঠকটি পিছিয়েছে, সেটি সম্পূর্ণ বাতিল হয়নি। তিনি জানান, "এটি পরে হবে।"

রাশিয়ার জ্বালানি খাতের উপর যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা দিলেও দুই দেশের মধ্যে আলোচনা কোনোভাবেই থেমে নেই।

তিনি জোর দিয়ে বলেন, "রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ অব্যাহত থাকবে।"

ইউক্রেন প্রসঙ্গে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সীমান্ত নীতির একটি বাস্তবতাকে 'বড় পদক্ষেপ' বলে উল্লেখ করেন। দিমিত্রিয়েভের মতে, জেলেনস্কি এখন সীমারেখার বাস্তবতাকে মেনে নিচ্ছেন, যা যুদ্ধরত দুপক্ষের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করতে সাহায্য করতে পারে।

আন্তর্জাতিক সম্প্রদায়ও সক্রিয়:

রয়টার্সের খবর অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে কাজ করছে। এই প্রস্তাব আগের কাঠামোর মতোই থাকবে এবং যুক্তরাষ্ট্রকেই মূল মধ্যস্থতাকারী হিসেবে রাখা হবে।

নিষেধাজ্ঞা নিয়ে সতর্কতা:

দিমিত্রিয়েভের এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন ওয়াশিংটন রাশিয়ার দুটি বড় তেল কোম্পানির উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। এ প্রসঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, "মার্কিন নিষেধাজ্ঞা উল্টো ফল দিতে পারে। কারণ, এতে করে যুক্তরাষ্ট্রেই গ্যাসোলিনের দাম বেড়ে যাওয়ার ঝুঁকি আছে।"

কাদের সঙ্গে দেখা হচ্ছে?

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন বলছে, দিমিত্রিয়েভ শনিবার ফ্লোরিডার মায়ামিতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে দেখা করবেন। অন্যদিকে রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, তিনি এর পাশাপাশি আরও বেশ কয়েকটি বৈঠকেও অংশ নেবেন।