ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২
Logo
logo

নিজের মাঠে চরম লজ্জা! ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টি-টোয়েন্টিতেই হারল বাংলাদেশ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

নিজের মাঠে চরম লজ্জা! ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টি-টোয়েন্টিতেই হারল বাংলাদেশ

নিজের মাঠ, নিজের দর্শক, এমনকি আবহাওয়াও ছিল বাংলাদেশের অনুকূলে— কিন্তু ফলটা হলো উল্টো। চট্টগ্রামের স্পোর্টিং উইকেটে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হারলো লিটন দাসের দল।

নেপালের কাছে হোয়াইটওয়াশ হওয়া ওয়েস্ট ইন্ডিজকে হারানোর বড় সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু টাইগারদের ব্যাটিং ব্যর্থতায় সেই সুযোগ হাতছাড়া হলো। মিরপুর থেকে খেলা চট্টগ্রামে ফিরতেই যেন হাসি ফুটলো ক্যারিবিয়ান কোচ ড্যারেন স্যামির মুখে।

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ অলআউট হয় ১৪৯ রানে। চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটিংবান্ধব, তাই লক্ষ্যটা অতিক্রম করার মতোই ছিল। কিন্তু একের পর এক উইকেট হারিয়ে ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ।

লক্ষ্য তাড়ায় শুরুটা হয়েছিল ভালোই। তানজিদ তামিম ঝড়ো ব্যাটিংয়ে ৫ বলে ১৫ রান করে রোমারিও শেফার্ডের দুর্দান্ত ক্যাচে ফিরেন। এরপর একে একে বিদায় নেন সাইফ হাসান ৮, লিটন দাস  এবং শামীম পাটোয়ারী ১।

পাওয়ার প্লেতে মাত্র ৪২ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ কার্যত ম্যাচ থেকে ছিটকে যায়। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। শেষদিকে তানজিম সাকিব ২৭ বলে ৩৩ এবং নাসুম আহমেদ ১৩ বলে ২০ কিছুটা প্রতিরোধ গড়লেও তা শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা বড় ইনিংস না খেললেও নিয়মিত অবদান রাখেন সবাই।

দুই ওপেনার আলিক অ্যাথানেজ ২৭ বলে ৩৪ এবং ব্রেন্ডন কিং ৩৬ বলে ৩৩ দলের ভিত গড়ে দেন। শেষ দিকে অধিনায়ক শাই হোপের ২৮ বলে অপরাজিত ৪৬ ও রভম্যান পাওয়েলের ২৮ বলে ৪৪ রানের ইনিংস ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে যায় ৩ উইকেটে ১৬৬ রানে।

বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এই রানই শেষ পর্যন্ত জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়। ম্যাচ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো সফরকারীরা, আর বাংলাদেশের জন্য বাকি রইলো কেবল হতাশা।