ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২
Logo
logo

বাংলাদেশের হারের আসল কারণ কী? লিটন দাস যা বললেন তা শুনলে চমকে যাবেন!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

বাংলাদেশের হারের আসল কারণ কী? লিটন দাস যা বললেন তা শুনলে চমকে যাবেন!

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লক্ষ্য তো দূরের কথা, উইকেট ঠিকভাবে ফেলতেই পারেননি বাংলাদেশের বোলাররা—এই সোজা কথাটাই স্বীকার করে নিলেন অধিনায়ক লিটন দাস। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজে ১৬৬ রানের টার্গেট ধরতে গিয়ে ১৬ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। আর এই হারের পেছনে দেরিতে উইকেট কেই মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন অধিনায়ক নিজেই।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের পিচ ছিল ব্যাটিংয়ের জন্য বেশ সহায়ক। আর সেই সুযোগটা পুরোদমে কাজে লাগালো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। শুরুতে একটু সাবধানে খেললেও শেষ overs-এ তারা ব্যাটিং ঝড় তুলে ধরেন। বিশেষ করে শেষ ওভারে তানজিম হাসান সাকিবের বোলিংয়ে তিনটি ছক্কাসহ ২২ রান নিয়ে নেন রভম্যান পাওয়েল। কিন্তু একই উইকেটে বাংলাদেশি ব্যাটাররা সেই সাফল্য ধরে রাখতে পারেননি, যার সরাসরি ফল হলো এই ম্যাচ হার।

শেষ ওভারে দেওয়া বাড়তি রানই কি ম্যাচ হারের একমাত্র কারণ? বাংলাদেশ অধিনায়ক লিটন দাস একদমই তা মনে করছেন না। তার মতে, ক্রিকেটে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। তিনি বরং হারার আসল কারণটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।

লিটন দাসের ভাষ্য, ‘আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই ভালো ব্যাটিং করেছে। আমরা যদি প্রথম দিকেই দ্রুত উইকেট শিকার করতে পারতাম, তাহলে তারা নিশ্চয়ই চাপে পড়ত। শেষ ওভারে যে-ই বোলিং করুক, ব্যাটসম্যানরা মারবেই—এটাতো ক্রিকেটের স্বাভাবিক নিয়ম। আমার মনে হয়েছে, আমাদের ব্যাটিং করার সময় পাওয়ার প্লেতে আমরা অনেক বেশি উইকেট হারিয়েছি। এখানে ব্যাটসম্যানদেরই দায়িত্ব নিতে হবে। পুরো ম্যাচ জুড়ে আমাদের বোলাররা দারুণ করেছে। আমরা আজকের এই হার থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে তার সদ্ব্যবহার করব।’