ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২
Logo
logo

রাগে ফুঁসছে ভিনি! আলোনসোর সামনেই ঘোষণা, 'দলের ভালোর জন্য ছাড়ছি রিয়াল মাদ্রিদ'


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

রাগে ফুঁসছে ভিনি! আলোনসোর সামনেই ঘোষণা, 'দলের ভালোর জন্য ছাড়ছি রিয়াল মাদ্রিদ'

রিয়াল মাদ্রিদ জিতেছে এল ক্লাসিকো, কিন্তু জয়ের আনন্দে ছায়া ফেলেছে দলের স্টার ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের অস্বস্তিকর আচরণ। ম্যাচের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে তাকে বদলি করে দিলে ব্রাজিলিয়ান এই তারকা রাগে ফেটে পড়েন এবং কোচ কার্লো আনচেলত্তির সহকারীকেই বলে বসেন, তিনি ক্লাব ছাড়ার কথা ভাবছেন!

গত মৌসুমে বার্সেলোনার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের জয়ের দেখা মেলেনি। কিন্তু কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে এই মৌসুমের প্রথম ক্লাসিকোতেই ২-১ গোলে জয় পায় তারা। তবে ম্যাচের ৭২তম মিনিটে ভিনিসিউসকে বদলি করে নেওয়ার সিদ্ধান্তই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়।

বদলি হওয়ার সময় ভিনিসিউসের মুখভঙ্গি এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া স্টেডিয়ামের স্ক্রিনে স্পষ্ট দেখা গিয়েছিল। ম্যাচ শেষে কোচ আনচেলত্তি সাংবাদিকদের বলেন, তিনি ভিনির সঙ্গে ব্যক্তিগতভাবে বসে এই বিষয়ে কথা বলবেন। কিন্তু তার আগেই ভিনি করে বসেন চাঞ্চল্যকর একটি মন্তব্য।

মাঠ ছাড়ার সময় তিনি রড্রিগোর হাত ধরে যাচ্ছিলেন, তখনই আনচেলত্তির সহকারী কোচ ডেভিড আনচেলত্তিকে উদ্দেশ্য করে তিনি বলে বসেন, "আমি চলে গেলে যদি দলের ভালো হয়, তাহলে আমি দল ছাড়ছি।" এরপর তিনি কোনো কথা না বাড়িয়ে সোজা চলে যান ড্রেসিং রুমে।

ভিনিসিউসের এই রাগের বহিঃপ্রকাশ এবং মন্তব্য রিয়ালের এই বড় জয়ের আনন্দকেও ম্লান করে দিয়েছে। প্রশ্ন উঠেছে, তিনি সত্যিই কি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, নাকি এটি ছিল ক্ষণিকের রাগের বহিঃপ্রকাশ?

কোচ আনচেলত্তি অবশ্য ভিনির ফুটবলারি দক্ষতার ভূয়সী প্রশংসা করতে ভোলেননি। তিনি বলেন, ভিনিসিউসের পারফরম্যান্স ছিল অসাধারণ। তবে কোচ এও উল্লেখ করেন যে, ভিনির আচরণ নিয়ে তার সঙ্গে আলাদাভাবে কথা বলবেন।