এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

বার্সেলোনা, ২৭ অক্টোবর ২০২৫: বার্সেলোনার সাবেক তারকা জেরার্ড পিকের বাড়ি এবার কিনতে চলেছেন ক্লাবের নতুন সুপারস্টার লামিন ইয়ামাল! বাড়িটির দাম প্রায় ২০০ কোটি টাকা।
বার্সেলোনা শহরে থাকা এই ৩ হাজার ৮০০ স্কয়ার মিটারের বাড়িটি ২০১২ সালে তৈরি হয়। বিবাহবিচ্ছেদের আগে এখানেই থাকতেন পিকে আর শাকিরা দম্পতি। এই সুপার লাক্সারি বাড়িতে রয়েছে ৬টা বেডরুম, একটা ইনডোর আর একটা আউটডোর সুইমিং পুল, টেনিস কোর্ট, জিমনেসিয়াম আর একটা স্টুডিও।
২০২২ সালে বিবাহবিচ্ছেদের পর পিকে-শাকিরা বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নেন। কিন্তু গত ৩ বছরে এত দামি বাড়ি কেনার মতো ক্রেতা মিলছিল না। বাড়িটি বার্সেলোনা শহরের সবচেয়ে পস এলাকায়।