এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম

কালাম সিদ্দিকির দুর্দান্ত সেঞ্চুরিতে রোমাঞ্চকর জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বগুড়ায় অনুষ্ঠিত ম্যাচে ডিএল মেথডে ৫ রানে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে জয়ের স্বাদ পেয়েছে তরুণ টাইগাররা।
ম্যাচের শুরুটা একদমই ভালো ছিল না বাংলাদেশের জন্য। আফগানিস্তানের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই বিপদে পড়ে দলটি। টপ অর্ডারের তিন ব্যাটার দ্রুত আউট হয়ে দলীয় ৬০ রানেই বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ।
ইনিংসের তৃতীয় ওভারেই ফেরেন ওপেনার জাওয়াদ আবরার (৭ বলে ১০ রান)। তিন নম্বরে নেমে ব্যর্থ হন অধিনায়ক আজিজুল হাকিম তামিম, তিনি করেন ডাক। অন্য ওপেনার রিফাত বেগ ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি, ৩০ বলে করেন ২৬ রান।
তবে দলের এমন কঠিন মুহূর্তে ঘুরে দাঁড়ানোর নায়ক হয়ে ওঠেন কালাম সিদ্দিকি ও রিজান হোসেন। চতুর্থ উইকেটে তারা যোগ করেন দুর্দান্ত ১৩৯ রানের জুটি। এই জুটিতেই ম্যাচে ফেরে বাংলাদেশ।
কালাম তুলে নেন অসাধারণ সেঞ্চুরি (১১৯ বলে ১০১ রান), আর তাতেই ভাঙে জুটি। শেষদিকে রিজান হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহ মিলেও ম্যাচটিকে এগিয়ে নেন জয়ের পথে। কিন্তু বিকেলের আলো স্বল্পতায় ৪৬ ওভার পর খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। তাতে ডিএল মেথডে এগিয়ে থাকায় ৫ রানে জয় পায় বাংলাদেশ।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৫ রান করে। ওপেনার খালিদ আহমেদজাই (৩৩ বলে ৩৪) ও ওসমান সাদাত (২৬ বলে ১৫) যোগ করেন ৫৫ রানের উদ্বোধনী জুটি। তবে এরপর দ্রুত উইকেট হারালেও একপ্রান্তে লড়ে যান উজাইরউল্লাহ নিয়াজাই, যিনি খেলেন অসাধারণ অপরাজিত ১৪০ রান (১৩৭ বলে)। তার ইনিংসে ছিল ১৬টি চার ও ১টি ছক্কা।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ইকবাল হোসেন ইমন, যিনি একাই নিয়েছেন ৫টি উইকেট।
কালাম-রিজানের জুটিতে ঘুরে দাঁড়িয়ে জয় পাওয়ায় উচ্ছ্বসিত বাংলাদেশের তরুণরা। এই জয়ে তাদের আত্মবিশ্বাস আরও বেড়ে গেল ভবিষ্যতের ম্যাচগুলোর জন্য।