ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২
Logo
logo

মর্মান্তিক দুর্ঘটনা! ইন্টার মিলান গোলরক্ষকের গাড়ির ধাক্কায় হুইলচেয়ার আরোহীর মৃত্যু!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম

মর্মান্তিক দুর্ঘটনা! ইন্টার মিলান গোলরক্ষকের গাড়ির ধাক্কায় হুইলচেয়ার আরোহীর মৃত্যু!

ইতালির কোমো প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নিহত ওই ব্যক্তি বৈদ্যুতিক হুইলচেয়ারে চলাফেরা করছিলেন। তখন ইন্টার মিলানের গোলরক্ষক জোসেপ মার্তিনেসের চালানো গাড়ির সঙ্গে তার হুইলচেয়ারের ধাক্কা লাগে।

কীভাবে ঘটলো এই দুর্ঘটনা?
ইতালির পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হুইলচেয়ারটি রাস্তার পাশের সাইকেলের জন্য নির্ধারিত পথের দিকে ঢুকে পড়েছিল, আর তখনই এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, "ইন্টার গোলরক্ষক জোসেপ মার্তিনেসের গাড়ি একটি বৈদ্যুতিক হুইলচেয়ারে থাকা ব্যক্তিকে ধাক্কা দেয়। ঘটনাটি ঘটে কোমো প্রদেশে একটি রাস্তার পাশের সাইকেলের জন্য নির্ধারিত পথে। মার্তিনেস দুর্ঘটনার পরই গাড়ি থামিয়ে আহত ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করেন, তবে অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই ওই ব্যক্তি মারা যান।"

ঘটনার পর ইন্টার মিলান ক্লাব বুধবার ফিওরেন্টিনার বিপক্ষে সিরি আ ম্যাচের আগের নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করেছে। ক্লাবটি এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

২৭ বছর বয়সী স্পেনের গোলরক্ষক জোসেপ মার্তিনেস ২০২৪ সালে জেনোয়া থেকে ইন্টারে যোগ দেন। তিনি এর আগে লাস পালমাস ও রেডবুল লাইপজিগের হয়ে খেলেছেন। ইন্টারে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ১২টি ম্যাচে মাঠে নেমেছেন নেরাজ্জুরিদের দ্বিতীয় পছন্দের এই গোলরক্ষক।