এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম

লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না—এ নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে! শিরোপা ডিফেন্ড করতে আর্জেন্টিনার এই মহাতারকা নিজেও মুখিয়ে আছেন, তবে শর্ত একটাই—শতভাগ ফিট থাকতে হবে।
মেসির নেতৃত্বে ৩৬ বছরের খরা কাটিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। আগামী বছর আমেরিকা, কানাডা, মেক্সিকোয় হবে পরের আসর। লাতিন আমেরিকা বাছাইয়ে শীর্ষে থেকে মূলপর্বে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজকে সাক্ষাৎকারে মেসি বলেছেন, বিশ্বকাপে খেলতে চান, কিন্তু নিশ্চয়তা দেননি।
“সত্যি বলতে, বিশ্বকাপে থাকাটা অসাধারণ। আমি থাকতে চাই। ভালো থাকতে চাই। আর থাকলে দলের জন্য কিছু করতে চাই।”
“প্রতিদিন মূল্যায়ন করব। আগামী বছর ইন্টার মায়ামির প্রি-সিজন শুরু করলে দেখব, সত্যি ১০০% ফিট কি না। আমি খুব আগ্রহী, কারণ এটা বিশ্বকাপ। আমরা আগেরটা জিতেছি, আবার ডিফেন্ড করার সুযোগ দারুণ। জাতীয় দলের হয়ে খেলা সবসময় স্বপ্ন। আশা করি ঈশ্বর আমাকে সেই সুযোগ দেবেন।”
গত সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতেও মেসি বলেছিলেন, শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে সিদ্ধান্ত।
ভেনেজুয়েলাকে হারানোর পর তিনি বলেন, “ভালো থাকার চেষ্টা করছি, নিজের সঙ্গে সৎ থাকছি। ভালো লাগলে খেলা উপভোগ করি। না লাগলে উপভোগ করি না। ভালো না লাগলে সেখানে থাকতে চাই না।”
বয়স ৩৮ হলেও ইন্টার মায়ামির হয়ে এ বছর দুর্দান্ত ফর্মে মেসি। এমএলএস, লিগস কাপ, কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ, ক্লাব বিশ্বকাপ—সবখানেই উজ্জ্বল।
এই মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে জিতেছেন এমএলএস গোল্ডেন বুট।
এছাড়া এমএলএস এমভিপি অ্যাওয়ার্ডের ফাইনাল নমিনেশনে আছেন। জিতলে টানা দু'বার এই পুরস্কার পাওয়া প্রথম খেলোয়াড় হবেন তিনি।