এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫, ০৯:১০ পিএম

পাকিস্তান, বাংলাদেশ - এই দুই দেশের পর এবার ভারতের পাশে আরও একটি নতুন দেশ জন্ম নেওয়ার আয়োজন চলছে! ১৯৪৮ সাল থেকে যারা স্বাধীনতার জন্য লড়াই করে আসছেন, তাদের সেই স্বপ্ন কি এবার সত্যি হবে?
বালোচিস্তান। গত মে মাসেই বালোচদের চারটি সংগঠন মিলে আবারও স্বাধীনতা ঘোষণা করেছে। ১৯৪৮ সাল থেকে এখন পর্যন্ত তারা এমনটি করেছে কমপক্ষে ১২ বার। কিন্তু বালোচিস্তান তো আজও স্বাধীন হয়নি! তবে এবারের ঘটনা একটু আলাদা।
রাষ্ট্রসঙ্ঘে ইতিহাস গড়ার পালা
বালোচিস্তানকে একটি আলাদা দেশ হিসেবে স্বীকৃতি দিতে এবার সরাসরি রাষ্ট্রসঙ্ঘে আবেদন করেছে বালোচ সংগঠনগুলি। এর আগে কখনও এই দাবিতে রাষ্ট্রসঙ্ঘ শুনানি পর্যন্ত করেনি। কিন্তু এবার সেই ইতিহাস বদলাতে যাচ্ছে। আগামী বছরের জানুয়ারি থেকেই এই আবেদনের উপর আনুষ্ঠানিক শুনানি শুরু হতে পারে।
সেখানে নিজেদের দাবির পক্ষে সওয়াল করার সুযোগ পাবেন বালোচ নেতারা। এটি নিঃসন্দেহে স্বাধীনতাকামী বালোচদের জন্য একটি বিশাল কূটনৈতিক জয়।
ভারত ও অন্যান্য দেশের ভূমিকা
এই সমর্থন আসার কথা ছিল ভারতের কাছ থেকেই। কিন্তু কোনো এক কারণে, ভারত এতদিন এই বিষয়ে তেমন সক্রিয় হয়নি। তবে এবার ভারতের পাশাপাশি আরও ২৪টি দেশ বালোচদের এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে। আর এই সমর্থনের ফলেই এই প্রথমবারের মতো স্বাধীন বালোচিস্তান নিয়ে রাষ্ট্রসঙ্ঘে শুনানির পথ তৈরি হলো।
শুনানি সফল হলেই কী হবে?
এবারের শুনানিতে যদি বালোচিস্তানের পক্ষে সিদ্ধান্তও আসে, তাহলে কী হবে? সত্যি বলতে, বিশেষ কিছুই হবে না। রাষ্ট্রসঙ্ঘের কমিটি যা-ই বলুক না কেন, পাকিস্তানের তাতে তেমন কিছু যায় আসবে না। রাষ্ট্রসঙ্ঘের হাতে এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নের কোনো ক্ষমতাও নেই।
সলমন খানের 'মন-কি-বাত'
তবে সত্যি সত্যি যদি কোনো দিন 'গণতান্ত্রিক প্রজাতন্ত্রী বালোচিস্তান' আত্মপ্রকাশ করে, তাহলে তার পেছনে একজন ভারতীয়ের অবদান থাকবে। তিনি হলেন বলিউড সুপারস্টার সলমন খান।
সম্প্রতি সৌদি আরবের একটি অনুষ্ঠানে তিনি সরাসরি বালোচিস্তানের মনের কথা বলেছেন। তিনি সেখানে পাকিস্তান এবং বালোচিস্তানকে দুটি আলাদা দেশ হিসেবে উল্লেখ করেছেন। বালোচদের জন্য সলমান খানের এই বক্তব্যই যেন তাদের প্রকৃত 'মন-কি-বাত' (মনের কথা) হয়ে উঠল।