এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫, ০৯:১০ পিএম

বাংলাদেশ কি আজ সিরিজে সমতায় ফিরবে, নাকি ওয়েস্ট ইন্ডিজ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেবে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে।
আজ বুধবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় হেরে গিয়েছিল বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়টাই একমাত্র লক্ষ্য টাইগারদের। এই ম্যাচটাই হয়ে উঠেছে তাদের জন্য ‘বাঁচা-মরার লড়াই’।
প্রথম টি-টোয়েন্টিতে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করলেও মাঝপথে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ৪ উইকেট হারিয়ে ফেলে দলটি, আর সেখান থেকেই আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ১৪৯ রানে থামে ইনিংস, হারতে হয় ১৬ রানে।
ম্যাচ শেষে পেসার তানজিম হাসান সাকিব বলেছিলেন, “আর ব্যাকফুটে যাওয়ার সুযোগ নেই।” সেটাই এখন দলের মূল মন্ত্র। সিরিজ বাঁচাতে মানসিক চাপ কাটিয়ে আত্মবিশ্বাসীভাবে মাঠে নামাই এখন প্রধান লক্ষ্য লাল-সবুজের ক্রিকেটারদের।
দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটারদের রানে ফিরতেই হবে। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে শুরুর দিকের ব্যাটারদের ভালো সূচনা এনে দেওয়া এখন সময়ের দাবি।
প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নেওয়ার প্রত্যাশা প্রকাশ করেছেন অধিনায়ক লিটন দাসও। তিনি আশা প্রকাশ করেছেন, দ্বিতীয় ম্যাচে দল ঘুরে দাঁড়াতে পারবে এবং সিরিজে সমতা আনবে।
বিশ্বকাপের আগে বাংলাদেশ আর পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাবে। তাই এই ম্যাচগুলো শুধু সিরিজের জন্য নয়, আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছে ২০ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৮টি ম্যাচে, আর ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০টি ম্যাচে। এছাড়া দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।