ঢাকা, শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২
Logo
logo

সিরিজ হারের পরও অপরিবর্তিত বাংলাদেশ! শেষ টি-২০ তে কারা পেল নির্বাচকদের আস্থা?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

সিরিজ হারের পরও অপরিবর্তিত বাংলাদেশ! শেষ টি-২০ তে কারা পেল নির্বাচকদের আস্থা?

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৪ রানের হার দিল বাংলাদেশ। এই হারের ফলেই এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজটা নিজের দখলে নিয়ে নিয়েছে ক্যারিবিয়ান দল।

এরইমধ্যে সিরিজের প্রথম ম্যাচটাও ১৬ রানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ১৪৯ রানের টার্গেট দিলে, জবাবে বাংলাদেশ থামে ৮ উইকেটে ১৩৫ রানে। লক্ষ্য ছোঁয়ার লড়াইয়ে ব্যাটিং অর্ডারই ঠিকভাবে দাঁড়াল না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজ শুরুর আগেই প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করেছিল। নির্বাচকরা কিন্তু সিরিজের মাঝামাঝি সময়ে দলে পরিবর্তন আনার একটা সুযোগ রেখেছিলেন।

কিন্তু সিরিজ হারের পরও নির্বাচকরা দলে কোনো হাতড়াবাজি করলেন না। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির জন্য অপরিবর্তিত স্কোয়াডই ঘোষণা করা হয়েছে। প্রথম দুই ম্যাচে হারের পরও দলের খেলোয়াড়দের ওপরই আস্থা রাখলেন তারা। ফলে দলে নতুন মুখ আসেনি, বাদও পড়েনি কেউ।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহীদ হদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।