ঢাকা, শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২
Logo
logo

চেন্নাই নয়, KL রাহুল কি KKR-এ যোগ দিচ্ছেন? IPL ২০২৬-এ বড় টুইস্ট!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

চেন্নাই নয়, KL রাহুল কি KKR-এ যোগ দিচ্ছেন? IPL ২০২৬-এ বড় টুইস্ট!

ভারতীয় উইকেটকিপার-ব্যাটার KL রাহুল আইপিএল ২০২৬-এর আগে কলকাতা নাইট রাইডার্সে (KKR) যোগ দিতে পারেন। ডানহাতি এই ব্যাটার যদি রাজস্থান রয়্যালসের (RR) অধিনায়ক সঞ্জু স্যামসন ডেলহি ক্যাপিটালসে চলে আসেন, তাহলে ডেলহি ছাড়তে পারেন রাহুল।

অফ-সিজনে প্লেয়ার ট্রেড আর রিলিজ খুবই নরমাল। অকশনের এক সপ্তাহ আগে পর্যন্ত ট্রেড করা যায়, আর পরের সিজন শুরুর এক মাস আগে পর্যন্ত চলতে পারে। ট্রেড হতে পারে পুরো ক্যাশ ডিল বা প্লেয়ার সোয়াপ – ফ্র্যাঞ্চাইজিগুলো ট্যাকটিক্যাল আর ফিনান্সিয়াল দরকার মিটিয়ে স্কোয়াড ঠিক করে।

KKR-এর লিডারশিপ শূন্যতা IPL ২০২৫-এর ভুলে যাওয়া সিজনের পর
কলকাতা নাইট রাইডার্সের IPL ২০২৫ ছিল একদম হতাশাজনক। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে ঢুকে শেষ করেছে অষ্টম স্থানে। পুরো টুর্নামেন্টে কনসিস্টেন্সির অভাব ছিল।

রাহানে মুম্বাইয়ের ডোমেস্টিক ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়েছেন। কলকাতাকে নতুন সিজনে নতুন ক্যাপ্টেন লাগবে। উইকেটকিপার-ব্যাটারও দরকার – কুইন্টন ডি কক ৮ ম্যাচে মাত্র ১৫২ রান করেছেন।
ফ্র্যাঞ্চাইজি এবার IPL ২০২৬-এর আগে নতুন হেড কোচের অধীনে রিভ্যাম্প করবে। সাবেক অলরাউন্ডার অভিষেক নায়ারকে হেড কোচ করা হয়েছে।
সঞ্জু স্যামসন ডেলহিতে এলে KL রাহুল ছাড়বেন ডেলহি ক্যাপিটালস

ইউটিউব চ্যানেলে RepSports-এর সাংবাদিক রোহিত জুগলান বলেছেন, সঞ্জু স্যামসন যদি ডেলহি ক্যাপিটালসে চলে আসেন (যেটা খুব সম্ভব), তাহলে KL রাহুল অন্য ফ্র্যাঞ্চাইজিতে যেতে পারেন। তবে এখনো কোনো অফিসিয়াল আলোচনা হয়নি।
“সবচেয়ে বড় কথা, সঞ্জু স্যামসন যদি ডেলহিতে আসেন, তাহলে KL রাহুল চলে যাওয়ার চান্স আছে,” বললেন জুগলান।
“এখন KL রাহুল কোথায় যাবেন? KKR-এ? খুব সম্ভব। আমি অস্বীকার করছি না। তবে কলকাতা নাইট রাইডার্স আর KL রাহুলের মধ্যে কোনো আলোচনা শুরু হয়েছে – এমন কোনো কনফার্ম খবর নেই,” যোগ করলেন তিনি।

KKR ছাড়াও আরেক ফ্র্যাঞ্চাইজির নজর KL রাহুলের দিকে

রোহিত জুগলান বললেন, KL রাহুল KKR-এর জন্য পারফেক্ট ফিট। তবে আরেকটা ফ্র্যাঞ্চাইজিও তাকে নিতে চায়। যেকোনো ট্রান্সফারের জন্য ডেলহি ক্যাপিটালস আর প্লেয়ারের মিউচুয়াল এগ্রিমেন্ট লাগবে।

“যদি অভিষেক নায়ার মনে করেন রাহুল ঠিক লোক, তাহলে তিনিই KKR-কে লিড করতে পারবেন,” বললেন জুগলান। “ক্যাপ্টেন করতে পারবেন, ওপেন করতে পারবেন, উইকেটকিপিং করতে পারবেন – টিমের তিনটা বড় সমস্যা একসঙ্গে সলভ। রাহুল KKR-এর সেটআপে পুরোপুরি ফিট।”

“প্রশ্ন হলো, KKR কি একমাত্র টিম যারা তাকে চায়, নাকি আরও আছে? আমি কনফার্ম করতে পারি আরও অন্তত একটা টিম আছে, তবে নাম বলছি না কারণ কনফার্মেশন নেই। যেকোনো মুভের জন্য KL রাহুল আর ডেলহি ক্যাপিটালসের সম্মতি লাগবে, কারণ তিনি এখনো তাদের কন্ট্রাক্টে আছেন।”