এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

আইপিএল দুনিয়ায় ফের শুরু হয়েছে জোর গুঞ্জন—রোহিত শর্মা কি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন? সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নতুন হেড কোচ হিসেবে অভিষেক নায়ারের যোগদান ঘিরে এই আলোচনা আরও জোরদার হয়। তবে সর্বশেষ রিপোর্ট বলছে, রোহিত এখনই মুম্বাই ছেড়ে যাচ্ছেন না। অন্তত আইপিএল ২০২৬ মৌসুম পর্যন্ত তিনি থাকছেন মুম্বাই ইন্ডিয়ান্সেই।
৩৮ বছর বয়সী রোহিতকে সর্বশেষ দেখা গেছে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে, যেখানে ভারত ১-২ ব্যবধানে হেরে যায়। তবু ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের কারণে তিনি হন সিরিজ সেরা ও শেষ ম্যাচের সেরা খেলোয়াড়—সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শতরান হাঁকিয়ে।
রোহিত-সুর্যকুমার-পান্ডিয়া-বুমরাহ সবাই থাকছেন মুম্বাইয়ে
খ্যাতনামা ক্রিকেট সাংবাদিক রোহিত জুগলান তার ইউটিউব চ্যানেলে নিশ্চিত করেছেন—রোহিত শর্মা, সুর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও জাসপ্রিত বুমরাহ—চারজনই মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গেই থাকছেন। তিনি বলেন,
“রোহিত এখনই মুম্বাই ছাড়ছেন না। রোহিত, সুর্য, হার্দিক, বুমরাহ—কারও দলবদল হচ্ছে না। সবাই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েই খেলবেন।”
তিনি আরও জানান, অভিষেক নায়ার কেকেআরের কোচ হিসেবে যোগ দিয়েছেন, তবে রোহিতের সঙ্গে তার ট্রেনিং সেশন মানেই কোনো ট্রান্সফারের ইঙ্গিত নয়।
কেকেআরের টুইটে নতুন জল্পনা
রোহিতের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয় কেকেআরের অফিসিয়াল এক্স (টুইটার) পোস্ট থেকে। আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ে শীর্ষে ওঠায় কেকেআর রোহিতকে অভিনন্দন জানিয়ে লেখে—
“বিশ্বের শীর্ষে! প্রাপ্য সম্মান, অভিনন্দন রোহিত!”
এক ভক্ত মজার ছলে জিজ্ঞেস করেন, “মানে কি রোহিত কেকেআরে আসছেন?”
জবাবে কেকেআর লিখে, “কনফার্ম—বিশ্বের নাম্বার ওয়ান ওয়ানডে ব্যাটার!”
এই উত্তরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ঝড়। কেউ কেউ একে মজার পোস্ট বললেও, অনেকেই মনে করেন—কেকেআরের এই রহস্যময় উত্তর হয়তো কোনো বড় চমকের ইঙ্গিত। বিশেষ করে আইপিএল ২০২৬ মেগা অকশন এক মাস দূরে থাকায় আলোচনাটা এখন তুঙ্গে।
আইপিএল ২০২৫-এ রোহিতের পারফরম্যান্স
আইপিএল ২০২৫ মৌসুমে রোহিত শর্মা ছিলেন স্থিতিশীল পারফর্মার। মুম্বাই ইন্ডিয়ান্স শুরুতে প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই হেরে যায়, কিন্তু পরের ছয় ম্যাচে টানা জয় তুলে নিয়ে প্লে-অফে জায়গা করে নেয় তারা।
লিগ পর্বে চতুর্থ হয়ে শেষ করে মুম্বাই, আর রোহিত খেলেন ১৫ ম্যাচে ৪১৮ রান, গড় ২৯.৮৫ ও স্ট্রাইক রেট ১৪৯.২৮। তার চারটি অর্ধশতক ছিল, আর গুজরাট টাইটানসের বিপক্ষে এলিমিনেটরে করেন ৮১ রান।
যদিও মুম্বাই সেই ম্যাচে জয় পেলেও কোয়ালিফায়ার-২ এ পাঞ্জাব কিংসের কাছে হেরে বিদায় নেয়।
উল্লেখ্য, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
সব মিলিয়ে, আপাতত রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ার কোনো প্রশ্নই উঠছে না—অন্তত ২০২৬ সাল পর্যন্ত নয়।