ঢাকা, শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২
Logo
logo

রিম্যাচে অপরিবর্তিত সাউথ আফ্রিকা! পাকিস্তানকে উড়িয়ে দিতে কারা নামছে মাঠে?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

রিম্যাচে অপরিবর্তিত সাউথ আফ্রিকা! পাকিস্তানকে উড়িয়ে দিতে কারা নামছে মাঠে?

পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় লড়াইয়ে নামতে যাচ্ছে সাউথ আফ্রিকা। প্রথম টি-টোয়েন্টিতে জয়ী হওয়া ডোনোভান ফেরেইরার দল এই ম্যাচটিতেই নিতে চাইবে সিরিজ জয়। চলুন জেনে নেওয়া যাক, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য সাউথ আফ্রিকা কোন একাদশে মাঠে নামছে।

ওপেনার: কুইন্টন ডি কক (উইকেট-রক্ষক), রিজা হেনড্রিক্স

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং – তিন বিভাগেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছে সাউথ আফ্রিকা। এরই ধারাবাহিকতা রাখতে চাইবে ভিজিটিং দলটি। বিশেষ করে, কিছুদিন আগে নামিবিয়ার কাছে ওয়ান-অফ টি-টোয়েন্টিতে হারের ঝাঁজ এখনো তাদের মনেই রয়েছে। তাই প্রথম ম্যাচের জয় তাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও কোন পরিবর্তন ছাড়াই একই একাদশে মাঠে নামতে পারে সাউথ আফ্রিকা। ওপেনিং জুটিতে থাকবেন কুইন্টন ডি কক ও রিজা হেনড্রিক্স। পাওয়ার প্লেতে দ্রুত রান তুলে দলকে মজবুত ভিত্তি দিতে হবে এই দুই ওপেনারকে।

মিডল-অর্ডার ও অল-রাউন্ডার: টনি ডি জোরজি, ডিউল্ড ব্রেভিস, ম্যাথিউ ব্রিটজকে, ডোনোভান ফেরেইরা (অধিনায়ক), জর্জ লিন্ডে, করবিন বশ

ওপেনারদের দেওয়া ভালো সূচনার ওপর ভর করে মিডল-অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্ব হবে দলের রানকে বড় একটা লক্ষ্যের দিকে নিয়ে যাওয়া। টনি ডি জোরজি, ডিউল্ড ব্রেভিস এবং অধিনায়ক ডোনোভান ফেরেইরার মতো ব্যাটসম্যানরা প্রথম ম্যাচে যেমন আক্রমণাত্মক খেলা দেখিয়েছিলেন, দ্বিতীয় ম্যাচেও তা চালিয়ে যাবেন কিনা সেটাই দেখার বিষয়।

তবে, প্রথম ম্যাচে অনেকেই শুরুটা ভালো করলেও বড় কোনো ইনিংস গড়তে পারেননি। এর ফলেই ২০০ রানের ঘরও পেরোতে পারেনি সাউথ আফ্রিকা। প্রথম দশ ওভারে দ্রুতগতিতে রান তুলেও শেষ পর্যন্ত তারা ১৯৪ রানের মধ্যেই থেমে যায়। দ্বিতীয় ম্যাচে যেন এমন না হয়, সেটাই চাইবে দলটি।

বোলার: লিজাড উইলিয়ামস, ন্যান্ড্রে বার্জার, লুঙ্গি এনগিডি

প্রথম টি-টোয়েন্টিতে ১৯৪ রান ডিফেন্ড করতে গিয়ে বোলাররা দারুণ ভূমিকা রেখেছেন। জর্জ লিন্ডে, করবিন বশ, লিজাড উইলিয়ামস, ন্যান্ড্রে বার্জার এবং লুঙ্গি এনগিডির সমন্বয়ে গড়া এই বোলিং আক্রমণ দ্বিতীয় ম্যাচেও একই রকম পারফরম্যান্স দিলে সিরিজে অপরাজিত থাকার সম্ভাবনা অনেক বেড়ে যাবে সাউথ আফ্রিকার।

শুরুর ওভারগুলোতেই উইকেট ভেঙে দলকে চাপে ফেলার দায়িত্ব থাকবে ন্যান্ড্রে বার্জার ও লুঙ্গি এনগিডির ওপর। তাদের সহযোগিতা করবেন লিজাড উইলিয়ামস ও করবিন বশ। আর স্পিন বোলিংয়ের দায়িত্বে রয়েছেন একমাত্র specialist স্পিনার জর্জ লিন্ডে।