ঢাকা, শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫ | ১৬ কার্তিক ১৪৩২
Logo
logo

হাসপাতালে মাহমুদউল্লাহ, স্ত্রীর দোয়ার অনুরোধ! বিসিবি চিকিৎসক যা বললেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৫, ১০:১০ পিএম

হাসপাতালে মাহমুদউল্লাহ, স্ত্রীর দোয়ার অনুরোধ! বিসিবি চিকিৎসক যা বললেন

বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয় তারকা ও সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার স্ত্রী জান্নাতুল কাওসার একটি ফেসবুক পোস্ট শেয়ার করার পরেই এই খবরটি সামনে আসে। তিনি সবাইকে রিয়াদের জন্য দোয়া চেয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, 'আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন!' আরও লিখেছেন, 'সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।' শেয়ার করা ছবিতে মাহমুদউল্লাহকে হাসপাতালের বিছানায় শুয়েই থাকতে দেখা গেছে।

কি হয়েছে রিয়াদের?
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী অবস্থা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, মাহমুদউল্লাহ বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। এই অবস্থাতেই গত তিন-চারদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসক দেবাশীষ স্বস্তির খবর দিয়ে বলেন, রিয়াদের অবস্থা এখন কিছুটা ভালোর দিকে। আগের চেয়ে তিনি অনেকটা সুস্থ বোধ করছেন।

কোথায় আছে এখন রিয়াদের ক্যারিয়ার?
৩৯ বছর বয়সী এই ক্রিকেটার চলতি বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান। এর আগেই তিনি টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন। অর্থাৎ, ওই টুর্নামেন্ট ছিল জাতীয় দলের জার্সিতে তার শেষ উপস্থিতি।

তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে তিনি এখনও সক্রিয়। সবশেষ এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঢাকা মেট্রোপলিস-এর হয়ে খেলেছেন এই অভিজ্ঞ অল-রাউন্ডার। অসুস্থতার আগ মুহূর্ত পর্যন্তই তিনি সক্রিয় ছিলেন খেলার মাঠে।