ঢাকা, শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫ | ১৬ কার্তিক ১৪৩২
Logo
logo

বল্লালদেব’ রানা দাগ্গুবতি বাবা হতে যাচ্ছেন! দাগ্গুবতি পরিবারে আনন্দের হাওয়া


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৫, ১১:১০ পিএম

বল্লালদেব’ রানা দাগ্গুবতি বাবা হতে যাচ্ছেন! দাগ্গুবতি পরিবারে আনন্দের হাওয়া

‘বাহুবলি’ সিনেমার ভয়ংকর বল্লালদেব চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রানা দাগ্গুবতি। এবার পর্দার খলনায়ক বাস্তব জীবনে সুখবরের বার্তা এনেছেন—বাবা হতে যাচ্ছেন তিনি!

ভারতের বিনোদনমাধ্যম গ্রেটঅন্ধ্র জানিয়েছে, রানা দাগ্গুবতি ও তাঁর স্ত্রী মিহীকা বাজাজ শিগগিরই প্রথম সন্তানের মুখ দেখবেন। দাগ্গুবতি পরিবারে এখন বইছে আনন্দের হাওয়া।

রানার বাবা ও খ্যাতনামা প্রযোজক সুরেশ বাবু নাকি দারুণ খুশি এই খবরে। তিনি কিংবদন্তি প্রযোজক ও প্রাক্তন সংসদ সদস্য ডি. রমনাইডুর ছেলে। দাগ্গুবতি পরিবারের দুই ভাই—সুরেশ বাবু ও অভিনেতা ভেঙ্কটেশ দাগ্গুবতি। এখন পরিবারের নতুন সদস্যের আগমনকে ঘিরে উৎসবের আমেজ।

পুরনো গুঞ্জন ও বাস্তবতা:
এর আগেও রানা দাগ্গুবতিকে ঘিরে এমন গুঞ্জন শোনা গিয়েছিল। ২০২২ সালের শুরুতে বলিউডে জোর আলোচনা হয়, বাবা হতে যাচ্ছেন রানা। পরে সেই বছরের অক্টোবরেও একই খবর ছড়ায়, তবে তখন স্ত্রী মিহীকা বাজাজ নিজেই গুজব উড়িয়ে দেন।
তবে এবার সংবাদ প্রকাশিত হলেও রানা বা মিহীকা কেউই বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

রানা ও মিহীকার প্রেম ও বিয়ে:
২০২০ সালের ১২ মে, সামাজিক যোগাযোগমাধ্যমে মিহীকার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা প্রকাশ করেন রানা দাগ্গুবতি। কিছুদিন পরই তাঁদের রোকা অনুষ্ঠান ও বাগদান সম্পন্ন হয়। একই বছরের ৮ আগস্ট, করোনার সময় সীমিত পরিসরে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

রানার স্ত্রী মিহীকা বাজাজ পেশায় একজন সফল ইভেন্ট প্ল্যানার এবং ‘ডিউ ড্রপ ডিজাইন স্টুডিও’-এর প্রতিষ্ঠাতা। তাঁর বাবা বান্টি বাজাজ ভারতের অন্যতম প্রসিদ্ধ জুয়েলারি ডিজাইনার।

রানার এই সুখবর এখন ছড়িয়ে পড়েছে ভক্তদের মাঝেও। সবাই অপেক্ষায়, কবে বাবা হবেন প্রিয় বল্লালদেব!