ঢাকা, শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫ | ১৬ কার্তিক ১৪৩২
Logo
logo

রাশমিকা-আয়ুষ্মানের 'থাম্মা' সিনেমা নিয়ে বড় খবর! ৯ দিনে বিশ্বব্যাপী আয় ১৩৯ কোটি রুপি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৫, ১১:১০ পিএম

রাশমিকা-আয়ুষ্মানের 'থাম্মা' সিনেমা নিয়ে বড় খবর! ৯ দিনে বিশ্বব্যাপী আয় ১৩৯ কোটি রুপি

দীপাবলিতে মুক্তি পাওয়া রাশমিকা মান্দানা ও আয়ুষ্মান খুরানার সিনেমা 'থাম্মা' বক্স অফিসে জয়ের নাচন নাচছে। মুক্তির মাত্র ৯ দিনের মধ্যেই সিনেমাটি বিশ্বব্যাপী গড়ে তুলেছে আয়ের জোয়ার। হরর-কমেডি এই সিনেমাটি ইতিমধ্যেই হয়ে উঠেছে বছরের সাড়া জাগানো সিনেমাগুলোর একটি।

কত টাকা আয় করল?
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, 'থাম্মা' সিনেমাটি ৯ দিনে শুধুমাত্র ভারতের ভেতরেই আয় করেছে ১২.৫ কোটি রুপি। এর বাইরে বিদেশি বাজারে আয় করেছে আরও ১৭.৫ কোটি রুপি। সব মিলিয়ে সিনেমাটির বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১৩৯ কোটি রুপি, যা বাংলাদেশি টাকার হিসেবে প্রায় ১৯২ কোটি টাকা!

কেমন আছে অন্যান্য সিনেমার তুলনায়?
এবারের বছরেই এখন পর্যন্ত হিন্দি ভাষার ৩১টি সিনেমা সিনেমাহলে মুক্তি পেয়েছে। এর মধ্যে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের তালিকায় 'থাম্মা' এর অবস্থান চতুর্থ। এই তালিকায় সবার ওপরে আছে 'ছাবা' (২৯ কোটি রুপি), তারপর 'ওয়ার টু' (২৮ কোটি রুপি) এবং 'সিকান্দার' (২৫ কোটি রুপি)।

সিনেমাটি কী নিয়ে?
'থাম্মা' সিনেমাটি ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্সের নতুন সংযোজন। সিনেমাটি বানাতে মোট খরচ হয়েছে ১৪০ কোটি রুপি। আয়ুষ্মান খুরানা নিজেই বলেছেন, এই সিনেমাটি সরাসরি ভারতীয় পুরাণ ও লোককথা থেকে নেওয়া। তিনি এতে একটি 'বেতাল' চরিত্রে অভিনয় করছেন।

আয়ুষ্মান জানান, "এটি আমার প্রথম প্রকৃত ফ্যান্টাসি প্রজেক্ট। সিনেমাটি হরর নয়, বরং কমেডি, রোমান্স আর অ্যাকশনের মিশেল।"

স্টারদের অভিমত
রাশমিকা মান্দানা বলেন, "সিনেমাটির গল্প শোনার পর থেকেই আমি এই ইউনিভার্সের অংশ হতে উদগ্রীব ছিলাম। চরিত্রগুলো আমাদের ভারতীয় সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত।"

কে কে আছেন সিনেমায়?
আয়ুষ্মান ও রাশমিকা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, পরেশ রাওয়াল, গীতা আগরওয়াল শর্মার মতো তারকারা। এছাড়াও মালাইকা আরোরা, নোরা ফাতেহি, বরুণ ধাওয়ানসহ একঝাঁক তারকা অতিথি শিল্পী হিসেবেসিনেমায়।