ঢাকা, শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫ | ১৬ কার্তিক ১৪৩২
Logo
logo

৮৬ বছরে মারাত্মক রোগে আক্রান্ত! লাইফ সাপোর্টে সুধীর দালভি, অর্থ সংকটে পরিবার!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৫, ১১:১০ পিএম

৮৬ বছরে মারাত্মক রোগে আক্রান্ত! লাইফ সাপোর্টে সুধীর দালভি, অর্থ সংকটে পরিবার!

বলিউডের বরেণ্য অভিনেতা সুধীর দালভি গুরুতর অসুস্থ। গত ৮ অক্টোবর তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। ৮৬ বছর বয়সী এই প্রবীণ অভিনেতা মারাত্মক সেপসিসে (রক্ত সংক্রমণ) ভুগছেন, যা একটি জীবনঘাতী সংক্রমণ। ফলে তার নিবিড় চিকিৎসা প্রয়োজন। কিন্তু অত্যন্ত দুঃখের খবর হলো, অভিনেতার পরিবার বর্তমানে আর্থিক সংকটে পড়েছে। পিঙ্কভিলা (Pinkvilla) তাদের প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে।

চিকিৎসা ব্যয় ১৫ লাখ রুপি! অর্থ জোগাড়ে হিমশিম খাচ্ছে পরিবার
পিঙ্কভিলার প্রতিবেদনে জানানো হয়েছে, সুধীর দালভির চিকিৎসার জন্য ইতোমধ্যে ১০ লাখ রুপির বেশি খরচ হয়ে গেছে। চিকিৎসকরা অনুমান করছেন, তার চিকিৎসার মোট ব্যয় ১৫ লাখ রুপি পর্যন্ত পৌঁছাতে পারে। অভিনেতার পরিবার এই ক্রমবর্ধমান চিকিৎসার খরচ মেটানো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, দালভির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক, কিন্তু চিকিৎসা অব্যাহত রাখা জরুরি। তাই সুধীর দালভির পরিবার তার ভক্ত ও চলচ্চিত্র জগতের সহকর্মীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। তারা সবাইকে আহ্বান জানিয়েছেন যেন, যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করা হয়, যাতে প্রায় ১৫ লাখ রুপির চিকিৎসা ব্যয় মেটানো যায়।

তিনিই ছিলেন আইকনিক 'সাই বাবা'
ভারতীয় সিনেমা ও টেলিভিশনে সুধীর দালভি এক দীর্ঘ এবং গৌরবময় কর্মজীবনের অধিকারী।

শিরডি কে সাইবাবা (১৯৭৭): এই সিনেমায় শিরডির সাইবাবার চরিত্রে অভিনয়ের জন্য তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন, যা আজও দর্শকদের কাছে সমানভাবে প্রিয়।

রামায়ণ (১৯৮৭): জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক 'রামায়ণ'-এ তিনি ঋষি বশিষ্ঠের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান।

তার এই আইকনিক চরিত্রগুলো ছাড়াও তিনি জনপ্রিয় চলচ্চিত্র 'জুনুন' (১৯৭৮) এবং 'চাঁদনী' (১৯৮৯)-তেও অভিনয় করেছেন।

সুধীর দালভি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো 'এক্সকিউজ মি' (২০০৩)। সর্বশেষ টেলিভিশন সিরিজে তাকে দেখা যায় 'ওহ হুয়ে না হামারে' (২০০৬)-তে।