 
	 
	 
		    এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫, ১১:১০ পিএম

বাংলাদেশের চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ‘সমীকরণ গোল্ডেন অ্যাচিভমেন্ট’ পুরস্কার পেয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এইচ আর হাবিব।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেয় সমীকরণ সাংস্কৃতিক সংগঠন।
পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বসিত হাবিব বলেন,
“কাজের স্বীকৃতি সবসময় মানুষকে অনুপ্রাণিত করে। আমি একজন চলচ্চিত্রকর্মী, কাজ করে যাওয়াই আমার লক্ষ্য। এই পুরস্কার আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল।”
সাংস্কৃতিক জীবন ও সাফল্য:
শৈশব থেকেই সাংস্কৃতিক বলয়ে যুক্ত ছিলেন এইচ আর হাবিব। থিয়েটার দিয়ে শুরু করে ধীরে ধীরে পা রাখেন টেলিভিশন নাটক ও পরে চলচ্চিত্রে।
তার জনপ্রিয় টিভি নাটকগুলোর মধ্যে রয়েছে—‘আনন্দযাত্রা’, ‘মনপবন’, ‘নিশিপুকুর’।
চলচ্চিত্রে তিনি ভিন্ন ধারার গল্প নিয়ে তৈরি করেছেন ‘রূপগাওয়াল’ ও ‘ছিটমহল’।
রাজনৈতিক অস্থিরতার সময় মুক্তি পাওয়ায় ‘রূপগাওয়াল’ বাণিজ্যিকভাবে সফল না হলেও এর গল্প প্রশংসা পেয়েছিল দর্শক-সমালোচকদের কাছ থেকে।
পরে ‘ছিটমহল’ সিনেমা দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়ায়।
বর্তমানে তিনি কাজ করছেন বৈজ্ঞানিক কল্পকাহিনি (সায়েন্স ফিকশন) ঘরানার নতুন সিনেমা ‘জলকিরণ’-এর নির্মাণে, যা আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
পুরস্কার অনুষ্ঠান:
সাংস্কৃতিক ও সামাজিক বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবেই দেওয়া হয় এই গোল্ডেন অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. রাজিউন সালমা লাবনী, উদ্বোধন করেন সাবেক সচিব পীরজাদা শহীদুল হারুন।
প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. আনিসুজ্জামান, উপাচার্য, গ্লোবাল ইউনিভার্সিটি।
সমীকরণের প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন,
“আমরা প্রতি বছর সমাজে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মান জানাই। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানের শেষে সংগঠনের কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডা. চার্লস ডেভিড, সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান, এস এম আমানউল্লাহ, কাজী শুভ্রসহ আরও অনেকে।
