ঢাকা, শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫ | ১৬ কার্তিক ১৪৩২
Logo
logo

শ্রীলেখার জীবনের ঝুঁকি! ‘আমার কিছু হলে দায়ী পশ্চিমবঙ্গ সরকার’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৫, ১১:১০ পিএম

শ্রীলেখার জীবনের ঝুঁকি! ‘আমার কিছু হলে দায়ী পশ্চিমবঙ্গ সরকার’

ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র নিরাপত্তাহীনতায় ভুগছেন। কালীপূজার আগের দিন আবাসিক এলাকায় অবৈধ বাজি বিক্রি বন্ধ করার পর আবাসনের ফেসিলিটি ম্যানেজার তাকে বারবার হুমকি দিয়েছেন। ভিডিও বার্তায় এসব অভিযোগ করেন শ্রীলেখা।

ঝামেলা শুরু ১৯ অক্টোবর থেকে। কালীপূজার আগের দিন বহুতল আবাসনের নির্দিষ্ট জায়গায় বাজি বিক্রি দেখে প্রতিবাদ করেন শ্রীলেখা। পুলিশে খবর দেন। পুলিশ এসে বন্ধ করে দেয়। তারপর থেকে সমস্যা। ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণ খরচ দিয়েও নিরাপত্তা বা সুযোগসুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ।

প্রতি ফ্ল্যাট থেকে সকালে আবর্জনা নেয় পৌরকর্মী। কিন্তু কয়েকদিন ধরে শ্রীলেখার ফ্ল্যাটের আবর্জনা নেওয়া বন্ধ। শ্রীলেখা বলেন—“বাজি বিক্রি বন্ধ করায় আজকের এই অবস্থা।”

এরপর ফ্ল্যাটের সামনে সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত নেন। তাতেও বাধা দেন ম্যানেজার। সেই মুহূর্তের ভিডিও ফেসবুকে পোস্ট করেন শ্রীলেখা। সেখানে অভিযোগের সত্যতা মেলে। বলেন, “ফ্ল্যাটের সামনে সিসিটিভি লাগিয়েছি। কোনোভাবে লাগাতে দেবে না। যারা লাগিয়েছে, তাদেরও হুমকি। ভবন থেকে বের হওয়ার পথ দেখে নেওয়ার হুমকি।”

ব্যাখ্যা করে বলেন, “সিসিটিভির কারণে ম্যানেজার বলেছেন, ‘আমাকে আর নিরাপত্তা দেওয়া হবে না।’ বাজি নিয়ে প্রতিবাদ করায় সেদিনও হুমকি। কোথা থেকে এত সাহস? আমার সব জানা আছে।”

প্রশ্ন ছুড়ে বলেন, “অন্যায় দেখে চোখ বন্ধ থাকলে, শাসক দলের লাইনে থাকলে এত সমস্যা হতো না। অন্যায় দেখলে বলার বদভ্যাস আছে, তার ভুক্তভোগী আমি। হুমকি, অসভ্য আচরণ প্রতিদিন। এরপর আমার কিছু হলে দায়িত্ব কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ সরকার নেবে কি? আমি তো নিজের নিরাপত্তা দেখব!”

আইনি পদক্ষেপের কথা জানিয়ে বলেন, “পুলিশ, করপোরেশনসহ সব জায়গায় জানিয়েছি। আইনি পদক্ষেপ ভাবছি। আমি শিল্পী, অশান্তি চাই না। শরীর খারাপ হচ্ছে। একা মহিলা বলে হেনস্তা সহজ, তাই না!”