 
	 
	 
		    এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫, ১১:১০ পিএম

পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে ইস্তাম্বুলে শান্তি আলোচনা আবার শুরু হতে পারে। বৃহস্পতিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এই খবর দিয়েছেন।
২০২১ সালে তালেবান কাবুল দখলের পর সীমান্তে ভয়াবহ সহিংসতায় কয়েক ডজন মানুষ মারা গেছে। এরপর দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীকে শান্তিতে আনতে চলতি সপ্তাহে তুরস্কে আলোচনা হয়। কিন্তু মঙ্গলবার কোনো সমাধান ছাড়াই শেষ।
অ্যাসোসিয়েটেড প্রেস বলছে, আলোচনা ভেঙে গেলেও যুদ্ধবিরতি এখনো চলছে, এ সপ্তাহে নতুন সংঘর্ষের খবর নেই। তবে দুই দেশই মেইন ক্রসিং বন্ধ রেখেছে – শত শত ট্রাক আর শরণার্থী আটকে আছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জিও নিউজকে বলেছেন, কাতার আর তুরস্কের অনুরোধে পাকিস্তান শান্তিকে আরেকটা চান্স দিচ্ছে। গত রাতে দেশে ফেরার প্রস্তুতি নেওয়া প্রতিনিধিদলকে ইস্তাম্বুলে থাকতে বলা হয়েছে।
পাকিস্তানের রাষ্ট্রীয় টিভি বলছে, আলোচনা পাকিস্তানের কেন্দ্রীয় দাবির ভিত্তিতে হবে। মেইন দাবি: আফগানিস্তান সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে স্পষ্ট, যাচাইযোগ্য, কার্যকর পদক্ষেপ নেবে।
বৃহস্পতিবার আফগানিস্তানের রাষ্ট্রীয় মিডিয়া আরটিএ জানিয়েছে, তুরস্ক-কাতারের মধ্যস্থতায় ইস্তাম্বুলে স্থগিত আলোচনা আবার শুরু হবে।
ইসলামাবাদের দুই সিনিয়র নিরাপত্তা অফিসার অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, পাকিস্তান আবার জোর দিয়েছে – আফগান মাটি পাকিস্তানের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে ব্যবহার হবে না।
