ঢাকা, শনিবার, নভেম্বর ১, ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
Logo
logo

প্রয়াত হলেন আওয়ামী লীগের সাবেক এমপি কনিকা বিশ্বাস! ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম

প্রয়াত হলেন আওয়ামী লীগের সাবেক এমপি কনিকা বিশ্বাস! ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কনিকা বিশ্বাস ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কলকাতার সল্টলেক এলাকার মণিপাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি।

কনিকা বিশ্বাসের আত্মীয় ও চিকিৎসক ডা. সুবোধ বিশ্বাস এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার হাসপাতালে কনিকা বিশ্বাসের মৃত্যু হয় এবং বৃহস্পতিবার বিকেলে কলকাতার নিমতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। ডা. বিশ্বাস মন্তব্য করেন, "তার মৃত্যুর মাধ্যমে একটি যুগের অবসান হলো।"

গোপালগঞ্জ জেলার ওড়াকান্দিতে জন্মগ্রহণকারী কনিকা বিশ্বাস বাংলাদেশের রাজনীতিতে একজন পরিচিত মুখ ছিলেন। তিনি ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদের মহিলা আসন-১১ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন।

কনিকা বিশ্বাস বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি সংগঠক হিসেবে কাজ করেছেন। তার স্বামী বীরেন রাজ বিশ্বাস ১৯৮৫ সালে প্রয়াত হন। গত কয়েক বছর ধরে কনিকা বিশ্বাসের পরিবার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হৃদয়পুরে বসবাস করছিলেন।