ঢাকা, শনিবার, নভেম্বর ১, ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
Logo
logo

নিউইয়র্ক এখন 'জলের শহর'! রেকর্ড বৃষ্টিতে বিপর্যয়, গাড়ি ভাসছে রাস্তায়, প্রাণহানি ২


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম

নিউইয়র্ক এখন 'জলের শহর'! রেকর্ড বৃষ্টিতে বিপর্যয়, গাড়ি ভাসছে রাস্তায়, প্রাণহানি ২

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর এক ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকেই শুরু হওয়া প্রবল বর্ষণে শহরটির বেশিরভাগ অংশই ডুবে গেছে পানির নিচে। এই দুর্যোগে ইতিমধ্যেই দু'জন প্রাণ হারিয়েছেন বলে খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

বন্যার পানিতে নিউইয়র্কের রাস্তাঘাট পরিণত হয়েছে নদীতে। প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়েছে। পানি এতটাই বেশি যে, অনেক গাড়ি এবং যানবাহন রাস্তায় ভেসে বেড়াচ্ছে। অনেক বাসিন্দা তাদের বাড়িতে আটকা পড়েছেন, আবার কেউ কেউ কোমর পর্যন্ত পানি ডিঙিয়ে কোনোভাবে জরুরি কাজে বের হওয়ার চেষ্টা করছেন।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই বিপর্যয়ের কারণ হলো ইতিহাসের মাত্রা ছাড়িয়ে যাওয়া বৃষ্টিপাত। শহরের লাগার্ডিয়া বিমানবন্দরে ৫.৩১ সেন্টিমিটার (২.০৯ ইঞ্চি) বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি।

এই ভারী বর্ষণে শহরের মেট্রো রেলের অনেক স্টেশন, আন্ডারপাস এবং নিচু এলাকা সম্পূর্ণভাবে জলের তলায় তলিয়ে যায়। স্থানীয় মিডিয়ার খবর অনুযায়ী, জরুরি উদ্ধারকারী দলগুলো প্রাণ বাঁচাতে এবং মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যেতে কাজ শুরু করেছে।