ঢাকা, সোমবার, নভেম্বর ৩, ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২
Logo
logo

এভারেস্টের পাদদেশে ভয়াবহ পরিস্থিতি, তুষারঝড়ে লুকলায় আটকা শতাধিক বিদেশি পর্যটক!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২৫, ০৩:১১ পিএম

এভারেস্টের পাদদেশে ভয়াবহ পরিস্থিতি, তুষারঝড়ে লুকলায় আটকা শতাধিক বিদেশি পর্যটক!

নেপালের এভারেস্ট অঞ্চলে টানা বৃষ্টি, তুষারপাত আর ঝড়ো আবহাওয়ার কারণে শতাধিক পর্যটক আটকা পড়েছেন। গত তিন দিন ধরে চলা প্রতিকূল আবহাওয়ায় লুকলা বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় পর্যটকরা সেখানে আটকা আছেন বলে জানা গেছে।

শনিবার (১ নভেম্বর) ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট (উচ্চতা ২৯ হাজার ৩১ ফুট) নেপালের উত্তরপূর্বাঞ্চলীয় কোশি প্রদেশের সোলুখুম্বু জেলার লুকলা অঞ্চলে অবস্থিত। এখানেই আবহাওয়ার অবনতির কারণে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি।

সরকারি সূত্রে জানা গেছে, টানা বর্ষণ ও তুষারপাতের কারণে লুকলা বিমানবন্দরে বিমান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। মেঘলা আকাশ, প্রবল ঝোড়ো হাওয়া এবং কম দৃশ্যমানতার কারণে কোনো ফ্লাইট উড়তে পারছে না। ইতিমধ্যে বহু ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোলুখুম্বু জেলার সহকারী প্রধান জেলাকর্তা সুরেন্দ্র থাপা বলেন, “বৃহস্পতিবার থেকে বিমান চলাচল বন্ধ। যারা এভারেস্ট বেস ক্যাম্প ঘুরে ফিরছিলেন, তারা এখন লুকলায় আটকা আছেন। পর্যটন মৌসুমে প্রতিদিন বহু ফ্লাইট চলাচল করে, কিন্তু এখন সব স্থগিত রাখা হয়েছে। ফলে লুকলা ও আশপাশের হোটেলগুলোতে জায়গা নেই, অনেকেই থাকার জায়গা পাচ্ছেন না।”

অন্যদিকে, তারা এয়ারলাইন্সের লুকলা বিমানবন্দরের ইনচার্জ অমৃত মাগার জানান, “শুধু আমাদের সংস্থারই প্রায় দেড় হাজার পর্যটক বর্তমানে লুকলায় আটকা পড়ে আছেন।”

নেপালের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শিগগিরই ভারী বৃষ্টি ও তুষারপাত কমার সম্ভাবনা নেই। বরং আগামী দুদিন কোশি ও আশপাশের পাহাড়ি এলাকায় আরও বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কা রয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।