ঢাকা, সোমবার, নভেম্বর ৩, ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২
Logo
logo

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ফিরছে মিউনিখে, নিউইয়র্কের স্বপ্ন ভেস্তে গেল আরও কয়েক বছরের জন্য!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২৫, ০৩:১১ পিএম

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ফিরছে মিউনিখে, নিউইয়র্কের স্বপ্ন ভেস্তে গেল আরও কয়েক বছরের জন্য!

২০২৮ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে জার্মানির বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়। ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরের এই ফাইনাল আয়োজনের সুযোগ আবারও পেল মিউনিখ।

শুক্রবার (৩১ অক্টোবর) উয়েফা আনুষ্ঠানিকভাবে খবরটি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, ২০২৮ সালের ফাইনাল আয়োজনের জন্য শুধুমাত্র মিউনিখই দরপত্র জমা দিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আগামী বছরের সেপ্টেম্বর মাসে।

উয়েফা প্রকাশিত প্রস্তাবিত তালিকায় দেখা গেছে, আগামী কয়েক বছরের মধ্যে নিউইয়র্কে চ্যাম্পিয়নস লিগের কোনো ফাইনাল আয়োজনের পরিকল্পনা নেই। অর্থাৎ, ২০৩০ সালের আগেও নিউইয়র্কবাসীদের অপেক্ষা শেষ হচ্ছে না।

এর আগে, ২০২৪-২৫ মৌসুমের ফাইনালও অনুষ্ঠিত হয়েছিল মিউনিখে, আর লন্ডনের ওয়েম্বলিতে হয়েছিল ২০২৩-২৪ মৌসুমের ফাইনাল। পরের বছর, অর্থাৎ ২০২৫ সালে, ফাইনাল হবে হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়, আর ২০২৭ সালের ফাইনাল নির্ধারিত হয়েছে আতলেতিকো মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে।

তবে ফাইনাল আয়োজনের প্রতিযোগিতায় এবার নতুন করে যোগ দিয়েছে বার্সেলোনার হোম ভেন্যু ক্যাম্প ন্যু। ১৯৯৯ সালের পর থেকে এই স্টেডিয়ামে আর কোনো চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হয়নি। সেই সময় ইনজুরি টাইমে দুই গোল করে ম্যানচেস্টার ইউনাইটেড বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল।

বর্তমানে ক্যাম্প ন্যুতে চলছে ব্যাপক সংস্কার কাজ। সংস্কার শেষে স্টেডিয়ামটি একসঙ্গে ১ লাখ ৫ হাজার দর্শক ধারণ করতে পারবে, যা একে ইউরোপের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম হিসেবে প্রতিষ্ঠিত করবে।

সংস্কার সম্পূর্ণ না হলেও, বার্সেলোনা সমর্থকদের জন্য উন্মুক্ত অনুশীলনের আয়োজন করতে যাচ্ছে। আগামী শুক্রবার নতুন রূপে সাজানো ক্যাম্প ন্যুতে মাঠে নামবেন লামিনে ইয়ামাল, রবার্ট লেভানডফস্কিসহ দলের তারকারা। যদিও, এখনই এই মাঠে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার পরিকল্পনা নেই ক্লাবটির।