ঢাকা, সোমবার, নভেম্বর ৩, ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২
Logo
logo

বৃষ্টিতে ডুবে যাবে নারী বিশ্বকাপ ফাইনাল? জেনে নিন কী হবে ম্যাচ বাতিল হলে!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২৫, ০৯:১১ পিএম

বৃষ্টিতে ডুবে যাবে নারী বিশ্বকাপ ফাইনাল? জেনে নিন কী হবে ম্যাচ বাতিল হলে!

নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামের আকাশ এখন ঘন কালো মেঘে ঢেকে আছে। টস পিছিয়ে গেছে ভেজা আউটফিল্ডের কারণে। আর যদি বৃষ্টি অব্যাহত থাকে এবং ম্যাচ পুরোপুরি ভেস্তে যায়, তাহলে নিয়ম অনুযায়ী খেলা গড়াবে রিজার্ভ ডেতে।

ভারত-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি ঐতিহাসিক ফাইনালে

২০২৫ সালের আইসিসি নারী বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা।
অস্ট্রেলিয়ার মতো ৭ বারের বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ভারতীয় নারীরা জায়গা করে নিয়েছে ফাইনালে। সেই ম্যাচে ৩৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় পায় ভারত, যেখানে জেমিমা রদ্রিগেজ ও হরমনপ্রীত কউর ছিলেন নায়কোচিত ভূমিকায়।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো নারী বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ডকে হারিয়ে। দুই দলেরই দলে আছে বিশ্বসেরা ক্রিকেটাররা—তাই এই ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে।

ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আবারও বৃষ্টির খেল

নবি মুম্বাইয়ের আবহাওয়া আবারও ক্রিকেটপ্রেমীদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে। প্রবল বৃষ্টিতে মাঠ বারবার ঢেকে যাচ্ছে, আর দর্শকরা অপেক্ষায় থাকলেও টসই হতে পারছে না।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজকের দিনেও বৃষ্টির সম্ভাবনা প্রায় ৬৩ শতাংশ, সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা আছে। তাই স্টপ-স্টার্ট ম্যাচের সম্ভাবনাই বেশি।

ক্রিকবাজের সর্বশেষ আপডেট অনুযায়ী, ম্যাচের আগে আবারও বৃষ্টি নামায় ভারত ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা ড্রেসিংরুমে অপেক্ষা করছেন মাঠে নামার অনুমতির জন্য।

যদি ম্যাচ পুরোপুরি ভেস্তে যায়, কী হবে ফলাফল?

আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ ফাইনালে প্রতি দলে অন্তত ২০ ওভার করে খেলা হতে হবে—তবেই ফলাফল ঘোষণা করা যাবে। যদি তা সম্ভব না হয়, তাহলে খেলা গড়াবে রিজার্ভ ডে-তে, অর্থাৎ সোমবার, ৩ নভেম্বর।

তবে যদি রিজার্ভ ডেতেও বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে ইতিহাসে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের শিরোপা ভাগাভাগি করে নেবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

নারী বিশ্বকাপে রেকর্ড পুরস্কার ঘোষণা

এবারের নারী বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে।
বিসিসিআই জানিয়েছে, যদি ভারত বিশ্বকাপ জেতে, তবে নারী দলের খেলোয়াড় ও সহায়ক স্টাফদের জন্য বরাদ্দ থাকবে ১২৫ কোটি রুপি পুরস্কার।

অন্যদিকে, আইসিসি জানিয়েছে, নারী বিশ্বকাপের পুরস্কার অর্থ বাড়িয়ে ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার করা হয়েছে, যা আগের আসরের তুলনায় ২৯৭ শতাংশ বেশি।
এটি পুরুষদের ২০২৩ বিশ্বকাপের পুরস্কার (১০ মিলিয়ন ডলার)-এর চেয়েও বেশি!