ঢাকা, সোমবার, নভেম্বর ৩, ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২
Logo
logo

ইরানের বড় ঘোষণা! ধ্বংস হওয়া পারমাণবিক স্থাপনা আবার গড়ে তোলা হবে, ট্রাম্পের হুমকি উপেক্ষা করে দাবি প্রেসিডেন্টের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২৫, ০৯:১১ পিএম

ইরানের বড় ঘোষণা! ধ্বংস হওয়া পারমাণবিক স্থাপনা আবার গড়ে তোলা হবে, ট্রাম্পের হুমকি উপেক্ষা করে দাবি প্রেসিডেন্টের

ইরান তাদের ধ্বংস হওয়া পারমাণবিক স্থাপনা আবারও গড়ে তোলার ঘোষণা দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তারা এই স্থাপনাগুলো আগের চেয়েও শক্তিশালী করে গড়ে তুলবেন। তবে তিনি এও নিশ্চিত করেছেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে আগ্রহী নয়। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে।

রবিবার (২ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, "কয়েকটি ভবন ও কারখানা ধ্বংস হয়ে যাওয়া আমাদের জন্য কোনো সমস্যা নয়। আমরা সবকিছু আবার গড়ে তুলব এবং তা হবে আরও শক্তিশালী।"

তিনি এই মন্তব্য করেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শন করার সময়। সেখানে দেশের পারমাণবিক খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকেও তিনি অংশ নেন।

পটভূমি
গত জুন মাসে ইরানের একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, জুনের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্গঠনের চেষ্টা করলে তিনি নতুন করে হামলার নির্দেশ দেবেন। হোয়াইট হাউজের দাবি, সেসব স্থাপনায় পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি পরিচালনা করছিল তেহরান।

ইরানের অবস্থান
তবে পারমাণবিক অস্ত্র তৈরির কথা বরাবরই অস্বীকার করে আসছে ইরান। তেহরানের শাসকগোষ্ঠীর দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক কাজে ব্যবহারের জন্য পরিচালিত হচ্ছে।

এ বিষয়ে রবিবার প্রেসিডেন্ট পেজেশকিয়ান ব্যাখ্যা দিয়ে বলেন, "মানুষের সমস্যা সমাধানের জন্য আমাদের পারমাণবিক কার্যক্রম পরিচালনা হচ্ছে। রোগবালাই নিরাময় এবং জনস্বাস্থ্যের জন্য আমরা এগুলো চালিয়ে যাচ্ছি।"

এই ঘোষণার মাধ্যমে ইরান স্পষ্টই বুঝিয়ে দিল যে, মার্কিন হুমকি সত্ত্বেও তারা তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না, বরং এটিকে আরও শক্তিশালী করবে।