এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৫, ১২:১১ পিএম

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের ধরতে চলছে জোরকদম অভিযান। মাত্র এক সপ্তাহে ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে! তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম আর সীমান্ত আইন ভাঙার অভিযোগ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খবর, ২৩ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই ধরপাকড় চলেছে। দেশের পুলিশ আর নিরাপত্তা বাহিনী মিলে এটা করেছে।
বিস্তারিত বলতে গেলে, আবাসন আইন ভাঙায় ধরা পড়েছে ১২ হাজার ৭৪৫ জন, সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনে ৪ হাজার ৫৭৭ জন আর শ্রম আইন ভাঙায় ৪ হাজার ৩২৯ জন। বিভিন্ন সরকারি দপ্তর একসাথে কাজ করে এই অভিযান চালিয়েছে।
খবরে আরও আছে, অবৈধভাবে সীমান্ত পার হতে গিয়ে ধরা পড়েছে ১ হাজার ৬৮৯ জন। এদের মধ্যে ৪৬% ইয়েমেনি, ৫৩% ইথিওপিয়ান আর বাকি ১% অন্য দেশের। আর সৌদি থেকে চুপিচুপি বের হতে চাওয়ায় আটক হয়েছে ৫৯ জন।
এছাড়া, অবৈধদের আশ্রয় বা সাহায্য করার দায়ে ২১ জন সৌদি নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। এখন দেশে ৩১ হাজার ৮২৬ জন প্রবাসীর বিরুদ্ধে মামলা চলছে – এদের মধ্যে ৩০ হাজার ১৫১ জন পুরুষ আর ১ হাজার ৬৭৫ জন নারী।
গ্রেপ্তারদের মধ্যে ২১ হাজার ৯৮০ জনকে দেশে ফেরাতে দূতাবাসে পাঠানো হয়েছে পাসপোর্ট-ভিসার কাগজের জন্য। ইতিমধ্যে ১৩ হাজার ২৭৯ জনকে ফেরত পাঠানো হয়েছে, আর ৫ হাজার ১০ জনের প্রক্রিয়া শেষের দিকে।
সৌদি আইনে সীমান্ত পার করতে সাহায্য করলে ১৫ বছর জেল আর ১০ লাখ রিয়াল জরিমানা! মন্ত্রণালয় বারবার সতর্ক করছে এই নিয়ে।