ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২
Logo
logo

ইরানের হুংকার: ইউরেনিয়াম বন্ধ নয়, ইসরায়েলের আগ্রাসনে ধ্বংস হবে! কী বললেন মন্ত্রী?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৫, ১২:১১ পিএম

ইরানের হুংকার: ইউরেনিয়াম বন্ধ নয়, ইসরায়েলের আগ্রাসনে ধ্বংস হবে! কী বললেন মন্ত্রী?

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সাফ বলেছেন, আমেরিকার সঙ্গে সরাসরি কথা বলতে রাজি নয় তেহরান। আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ? সেটা একদমই বন্ধ হবে না! শনিবার আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা? কখনো না। কোনো দেশ নিজেকে নিরস্ত্র করে না। যুদ্ধেও যা পাওয়া যায় না, আলোচনায়ও পাবে না।’

আরাঘচি জানান, আমেরিকা ইরানের পরমাণু প্রোগ্রাম নিয়ে ‘অসম্ভব আর অগ্রহণযোগ্য’ শর্ত দিচ্ছে। তবে শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রম নিয়ে উদ্বেগ কমাতে পরোক্ষ আলোচনায় রাজি আছে ইরান।

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভবিষ্যতে কোনো আগ্রাসন করলে পরিণতি হবে ভয়ংকর।’ সাম্প্রতিক ইরান-ইসরায়েল যুদ্ধ থেকে তেহরান অনেক কিছু শিখেছে বলেও দাবি করেন তিনি।

সম্প্রতি ইসফাহান, নাতাঞ্জ আর ফোরদো পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল ও আমেরিকা। কিন্তু আরাঘচির দাবি, ধ্বংসস্তূপের নিচেই রয়ে গেছে সমৃদ্ধ ইউরেনিয়াম, আর প্রযুক্তিও পুরোপুরি অক্ষত!

আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানের কাছে এখনও প্রায় ৪০০ কেজি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। ট্রাম্প দাবি করেছেন সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু আইএইএ বলছে, ক্ষতিগ্রস্ত জায়গাতেই বেশিরভাগ ইউরেনিয়াম এখনও সুরক্ষিত।